অ্যাপশহর

'অবাঞ্ছিত কন্যা সন্তান ছিলাম আমি'

আন্তর্জাতিক নারী দিবসে একটি অনুষ্ঠানে এসে কঙ্গনা বলেন যে পরিবারে তিনি অবাঞ্ছিত কন্যা সন্তান ছিলেন।

EiSamay.Com 9 Mar 2016, 1:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কোনও গডফাদার ছিল না তাঁর বলিউডে। কোনও খানের হাত ধরেও সাফল্য পেতে হয়নি তাঁকে। কেরিয়ারের শুরু থেকেই নানা রকম চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন তিনি। নারীকেন্দ্রিক ছবিতে একাই একশ তিনি। সম্পূর্ণ নিজের চেষ্টায় আজ তিনি বলিউডের প্রথম সারিতে।
EiSamay.Com kangana ranaut i was an unwanted girl child
'অবাঞ্ছিত কন্যা সন্তান ছিলাম আমি'


কিন্তু তাঁর জীবনকাহিনি মোটেই সুখের নয়। আন্তর্জাতিক নারী দিবসে একটি অনুষ্ঠানে এসে কঙ্গনা বলেন যে পরিবারে তিনি অবাঞ্ছিত কন্যা সন্তান ছিলেন। তাঁর দিদি রঙ্গোলির আগে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তাঁর মা। কিন্তু জন্মের ১০ দিনের মাথায় মারা যায় সেই সন্তান। তার পর রঙ্গোলি হওয়াতে ছেলে হারানোর দুঃখ ভুলতে খুবই আদর যত্নে মানুষ করা হয় রঙ্গোলিকে। কিন্তু পরবর্তী সময়ে যখন কঙ্গনার জন্ম হয়, তখন রীতিমতো বিরক্ত হয়েছিলেন তাঁর মা-বাবা। আসলে তাঁরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না আরও এক কন্যা সন্তান জন্ম নিয়েছে তাঁদের সংসারে। এখানেই শেষ নয়। যখনই কোনও অতিথি তাঁদের বাড়িতে আসতেন, তখনই মেয়ে হওয়ার দুঃখের কাহিনি ফলাও করে তাঁদের শোনাতেন কঙ্গনার মা। পরে অবশ্য তাঁর এক ভাই হয়। কিন্তু কঙ্গনাকে কোনও দিনই মেনে নিতে পারেননি তাঁর মা-বাবা।

এই অনুষ্ঠানে নারী দিবস সম্পর্কে নিজের বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা স্পষ্ট জানান, এই যে বিভিন্ন জায়গায় আত্মত্যাগী ভারতীয় নারীদের দেখানোর প্রচলন রয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা উচিত। এই ধরনের চিন্তা ভাবনা আদতে মেয়েদের প্রগতির পথে সামাজিক বাঁধা হয়ে দাঁড়ায়। শুধু পুরুষসঙ্গীর ভালো থাকা নিয়ে চিন্তা করলেই যে আদর্শ নারী হওয়া যায় না, এটা বুঝতে হবে।

যদিও ছোটবেলায় নিজের মা-বাবার কাছে অনেক অবহেলা পেয়েছেন, তবুও কঙ্গনা কখনওই মনে করেন না, ছেলেদের থেকে কোনও অংশে পিছিয়ে রয়েছেন মেয়েরা।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল