অ্যাপশহর

করোনা সচেতনতা বাড়াতে এবার মিম-এর আশ্রয় নিলেন কাজল!

করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি-কাশির সময়ে মুখে ঢাকা দেওয়া, ভিড় এড়িয়ে চলা এবং স্যানিটাইজারের ব্যবহার রয়েছে সেই তালিকায়।

EiSamay.Com 13 Mar 2020, 3:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এগিয়ে এসেছেন বলিউড সেলেবরাও। যে যাঁর নিজের মতো করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিচ্ছেন পরামর্শ, সচেতনতা। অমিতাভ বচ্চন, অনুপম খের, প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী কাজল। আর সচেতনতা বাড়ানোর জন্যে তিনি বেছে নিলেন এক অভিনব পদ্ধতি।
EiSamay.Com Kajol offers Shah Rukh Khan hand sanitizer in coronavirus meme
মজার মিমে কাজল!


কোনও গুরু গম্ভীর ভিডিয়ো বার্তা নয়, বরং একটি মিমের সাহায্যেই মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিলেন তিনি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে তাঁর এবং শাহরুখ খানের বিখ্যাত ট্রেনের দৃশ্যের মিম পোস্ট করে তিনি লিখলেন, ‘সিমরানও জানে স্যানিটাইজিংয়ের গুরুত্ব!’ ছবিতে দেখা যাচ্ছে শেষ দৃশ্যে ট্রেনের দরজায় দাঁড়িয়ে দৌড়ে আসা সিমরানের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে রাজ। সিরমান হাত ধরার আগে রাজের দিকে এগিয়ে দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল