অ্যাপশহর

মানুষের জীবনে স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ, মুক্তির পরই মন কাড়ল 'জয় হিন্দ'

ছবিটি মুক্তির পরই বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবপ্রিয় মুখার্জি ও অভিনেত্রী প্রান্তিকা দাস। ছবির প্রত্যেকটি মোড়ে দেখা গিয়েছে মানুষের জীবনে স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ। ওই দিন অভিনেতা রুদ্রনীল ঘোষ অনেক শুভেচ্ছা জানিয়েছেন পুরো টিমকে।

EiSamay.Com 12 Sep 2020, 1:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মুক্তি পেল পরিচালক সৌম্যজিত আদকের স্বল্প সময়ের ছবি ‘জয় হিন্দ’। কয়েকদিন আগে চলে গেল ১৫ অগস্ট। দেশের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস কে নিয়ে স্পেশাল ছবি বানালেন পরিচালক সৌম্যজিত আদক। ছবিটির মুক্তির দিন উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
EiSamay.Com jai hind
জয় হিন্দ ছবির পোস্টার ও গোটা টিম। মধ্যেখানে রয়েছেন অভিনেতা রুদ্রনীল



ছবিটি মুক্তির পরই বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবপ্রিয় মুখার্জি ও অভিনেত্রী প্রান্তিকা দাস। ছবির প্রত্যেকটি মোড়ে দেখা গিয়েছে মানুষের জীবনে স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ। ওই দিন অভিনেতা রুদ্রনীল ঘোষ অনেক শুভেচ্ছা জানিয়েছেন পুরো টিমকে। ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক সতদ্বীপ সাহা। ছবিটি মুক্তি পেয়েছে ‘এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেড’ ও ‘কুইনটেলস এন্টারটেইনমেন্ট’- এর যৌথ প্রযোজনাতে।

ছবিতে আরও সব চরিত্রে অভিনয় করেছেন সিঞ্জন বসু, প্রীতা মজুমদার, সাহেব হালদার, সাবর্ণ বন্দ্যোপাধ্যায়। ছবির প্রতিটি ছন্দে রয়েছে মনকাড়া দেশাত্ববোধক ব্যাকগ্রাউন্ড মিউজিক। ছবির স্ক্রিপ্ট লিখেছেন নীল নয়াজ।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল