অ্যাপশহর

চোখের সামনে জলজ্যান্ত জ্যাক স্প্যারো! একদিন চুটিয়ে বাঁচল এই অসুস্থ বাচ্চারা!!

'পাইরেটস'-এর গল্পে মগ্ন হয়ে যায় হাসপাতালের শিশুরা

EiSamay.Com 28 Feb 2017, 6:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হতে পারে তিনি একজন জলদস্যু। কখনও পৃথিবীর শেষ প্রান্তে তো কখনও শত্রুর হেঁসেলে ঢুকে লড়তে দেখা গেছে তাঁকে। রোমাঞ্চে ভরপুর তাঁর জীবন শিহরণ জাগায় দর্শকদের মনে। কিন্তু, এই জলদস্যুর পোশাকের পিছনে লুকিয়ে থাকা অভিনেতার মন কেমন, তা জানল অস্ট্রেলিয়ার ব্রিসবেনের লেডি সিলেন্টো চিলড্রেন্স হাসপাতালের শিশুরা।
EiSamay.Com johnny depp visits sick children in hospital dressed as captain jack sparrow
চোখের সামনে জলজ্যান্ত জ্যাক স্প্যারো! একদিন চুটিয়ে বাঁচল এই অসুস্থ বাচ্চারা!!


মেক-আ-উইশ্ ফাউন্ডেশন ও জুইশড্ টিভির যৌথ উদ্যোগে ক্যুইন্সল্যান্ড, ব্রিসবেনের শিশু হাসপাতালের কচিকাচারা। যখন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে তাদের সামনে হাজির হন অভিনেতা জনি ডেপ। আধ ঘণ্টা ওই শিশুদের সঙ্গে আড্ডা দেন। ছবি তোলেন। প্রিয় জ্যাক স্প্যারো-কে চোখের সামনে দেখে সব ভুলে পাইরেটস-এর গল্পে মগ্ন হয়ে যায় হাসপাতালের শিশুরা।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর শ্যুটিং শেষ করেই হাসপাতালে হাজির হয়ে যান জনি ডেপ। হেলিকপ্টারে চেপে শ্যুটিং-স্পট থেকে হাসপাতালে পৌঁছন তিনি। তিনি জানান, ক্যাপ্টেন স্প্যারোর জনপ্রিয়তা মাথায় রেখে, তিনি মাঝেমধ্যেই এই পোশাকে ঘুরে বেড়ান।


পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল