অ্যাপশহর

লকডাউনে ১৪ বছরের পুরোনো ছবি শেষ জনি ডেপের

২০১২ সালে তিনি ছিলেন ‘হায়েস্ট পেড’ হলিউড অভিনেতা। এখন ছবির সংখ্যা কমে গেলেও, হলিউড অভিনেতাদের আয়ের নিরিখে তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

EiSamay.Com 27 May 2020, 10:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনের সুবাদে ১৪ বছর পর অসমাপ্ত একটি আঁকা শেষ করলেন হলিউড অভিনেতা জনি ডেপ। ইনস্টাগ্রামে সদ্য শেষ করা ছবিটিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘এটা একটা অদ্ভুত বিষয়। আমরা এক সময় অনেক কিছু খুব মন দিয়ে শুরু করি। তারপর যত সময় যায়, মাথার মধ্যে ভিড় করে অসংখ্য জিনিস। এক সময়ের প্রাধান্যগুলো রাস্তার পাশে পড়ে থাকে। আমরা অন্য সব কিছু নিয়ে এগিয়ে যাই। আমি এই ছবিটি শুরু করেছিলাম ২০০৬ সালে। তারপর ১৪ বছর ছবিটি আমি স্পর্শও করিনি। কিন্তু লকডাউনের সুবাদে অনেক ‘অসমাপ্ত কাজ’ শেষ করব বলে ঠিক করেছিলাম। ছবিটা মাথার মধ্যে কোথাও যেন রয়ে গিয়েছিল। তাই এ বার এটা শেষ করলাম।’
EiSamay.Com JOHNNY DEPP PAINTING
ইনস্টাগ্রামে এই ছবিটিই পোস্ট করেছেন জনি ডেপ


তিনবার অস্কার এবং দশবার গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া জনি ডেপ, অভিনয়ের পাশাপাশি একাধিক সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখেন। ‘হলিউড ভ্যাম্পায়ার’ নামের একটি ব্যান্ড আছে তাঁর। সেখানে তিনি গান করেন। গিটার বাজান। শখের ওয়াইন প্রস্তুতকারক হিসেবেও ঘনিষ্ঠ মহলে তাঁর খ্যাতি রয়েছে। আর আছে ছবি আঁকা। ওয়াইন-মেকিংয়ের শখ আছে বলেই হয়তো ১৪ বছর আগে এই ওয়াইনের বোতলটি আঁকা শুরু করেছিলেন। এ বার সেই ছবি সম্পূর্ণ করার সুযোগ পেলেন তিনি। হালে ছবি করার সংখ্যা বেশ অনেকটাই কমিয়ে দিয়েছেন ডেপ। ২০১২ সালে তিনি ছিলেন ‘হায়েস্ট পেড’ হলিউড অভিনেতা। এখন ছবির সংখ্যা কমে গেলেও, হলিউড অভিনেতাদের আয়ের নিরিখে তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল