অ্যাপশহর

ইতিহাস, গান, ‘জীবন এবং সুস্মিত’

বেশ কয়েক জন সঙ্গীত পরিচালক, গায়ক এবং গান-পাগল মানুষের প্রচেষ্টায় আজ সঙ্গীতের ক্ষেত্রে একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। তেমনই একজন মানুষ ছিলেন সুস্মিত বসু।

রজত কর্মকার | EiSamay.Com 25 Sep 2017, 2:15 pm
গত ৫ দশকে গানে যে পরিবর্তন এসেছে তা এক দিনে সম্ভব হয়নি। এর পেছনে বহু মানুষের অবদান রয়েছে। বেশ কয়েক জন সঙ্গীত পরিচালক, গায়ক এবং গান-পাগল মানুষের প্রচেষ্টায় আজ সঙ্গীতের ক্ষেত্রে একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। তেমনই একজন মানুষ ছিলেন সুস্মিত বসু।
EiSamay.Com jibon ebong susmit urban voice by aneek chaudhuri
ইতিহাস, গান, ‘জীবন এবং সুস্মিত’




১৯৬০-এর দশকে গানের ধারাকে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক Folk গান নিয়ে চর্চা করতে করতে তা এ দেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন। এ ক্ষেত্রে তাঁকে পথিকৃত্‍ বলা চলে। তাঁকে নিয়েই একটি ডকু-ফিচার তৈরি করেছিলেন পরিচালক অনীক চৌধরী। সেটাই নতুন করে আরও একবার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সপবে দেখানো হয়। অনীক বলেন, ‘সুস্মিত বসুর মতো মানুষকে আরও বেশি করে মনে করা উচিত, জানা উচিত। তাঁর কাজ, তাঁর ভাবনা, তাঁর গান। এর আলাদা ঐতিহাসিক মূল্য রয়েছে।’
লেখকের সম্পর্কে জানুন
রজত কর্মকার

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল