অ্যাপশহর

‘আমি সলমন খানের বেডরুমে ঢুকতে চাই’

অবশ্য অশরীরা হয়ে। সোহিনী সরকার। ‘শর্তসাপেক্ষ’ সাজ্ক্ষাত্কারেও খোলামেলা নায়িকা।

EiSamay.Com 30 Aug 2017, 12:58 pm
অবশ্য অশরীরা হয়ে। সোহিনী সরকার। ‘শর্তসাপেক্ষ’ সাজ্ক্ষাত্কারেও খোলামেলা নায়িকা। প্রশ্ন করেছিলেন ভাস্বতী ঘোষ। এ বছর এখনও পর্যন্ত দু’টো ছবিতে প্রটাগনিস্ট হিসেবে দেখেছি। আর দু’টো ছবিতেই সোহিনী ‘হিট’। সাফল্য যাতে মাথা না ঘুরে যায়, তার জন্য কী করছেন?
EiSamay.Com interview of bengali film and television actres sohini sarkar
‘আমি সলমন খানের বেডরুমে ঢুকতে চাই’


সোহিনী: আমার একটা শর্ত আছে৷
অন্য সময় : কী ?

সোহিনী : কোনও রাপিড ফায়ার রাউন্ডের বাছাবাছির প্রশ্ন আমায় দেবেন না প্লিজ ! আমাকে এসে বাছতে বলা হয় , ‘মিমি না নুসরত ’৷ এদিকে ওদের গিয়ে জিজ্ঞেস করা হয় না , ‘সোহিনী না অমুক ’!

অন্য সময় : ‘সব ভূতুড়ে’, একটা বাঙালি ভূতের গল্পতে অভিনয় করে কী মনে হল ?
সোহিনী : ছবিটা দর্শকের ভালো লাগবে নাকি খারাপ লাগবে , জানি না৷ কিন্ত্ত এ ছবির চিত্রনাট্য আমি শুনে , আমার পুজো সংখ্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় , শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা লীলা মজুমদারের গল্প পড়ার অনুভূতি হয়েছে৷

অন্য সময় : এ বছর আপনার ‘বিবাহ ডায়ারিজ ’ হিট৷ ‘দুর্গা সহায় ’-তে আপনার কাজ হিট৷ পরবর্তী কাজ হিসেবে বিরসা দাশগুন্ত -র ‘সব ভূতুড়ে ’ বাছলেন কেন ?
সোহিনী : ‘গল্প হলেও সত্যি ’ ভালো লেগেছিল৷ বিরসাদার নানা স্বাদের ছবি নির্বাচনের ধরন ভালো লাগে৷ কাজ করে বুঝলাম , কোনও ফাঁকিবাজি নেই৷ এখন ব্যবসায়িক সাফল্যের প্রশ্ন তুললে কলকাতা শহরের কোনও পরিচালকই কি বলতে পারবেন , ‘আমার ছবি ১০ কোটি টাকার ব্যবসা করবেই ’?

অন্য সময় : ধরা যাক আপনি অশরীরী৷ কোন তারকার বেডরুমে ঢুকতে চান ?
সোহিনী : সলমন খানের বেডরুমে ঢুকতে চাই৷ এই যে সলমন খানের এত প্রেম ভেঙে যায় , তার কারণ কী , সেটা দেখতে চাই বেডরুমে ঢুকে৷

অন্য সময় : জিত্ , দেব , আবির , যিশু , পরম বা ঋত্বিকের বেডরুমে তা হলে ঢুকতে চান না অশরীরী হয়ে ?
সোহিনী : আমি বিরসাদার বেডরুমে ঢুকতে চাই !

অন্য সময় : প্রশ্নে বিরসা নামে কেউ নেই !
সোহিনী : এ তো মহা সমস্যা! আমার সত্যিই আগ্রহ নেই এই নায়কদের বেডরুমে ঢোকার৷ আপনি রেকর্ডার বন্ধ করুন , সহকর্মী হিসেবে বলে দিচ্ছি এঁদের বেডরুমে কী কী হয় (হাসি )৷ আসলে একজন দর্শক হিসেবেও আমার এঁদের কারও বেডরুমে ঢুকতে ইচ্ছে করে না৷ কিন্ত্ত সলমন খানের বেডরুমে উঁকি দিতে ইচ্ছে করে৷

অন্য সময় : সোহিনী সরকারকে এ বছর এখনও পর্যন্ত দু’টো ছবিতে প্রটাগনিস্ট হিসেবে দেখেছি৷ আর দু’টো ছবিতেই সোহিনী ‘হিট ’৷ সাফল্যে যাতে মাথা না ঘুরে যায় , তার জন্য কী করছেন ?
সোহিনী : সাফল্য যাঁদের মাথায় ওঠে , তাঁরা অঙ্কে ৬০ পেলেও সাফল্য মাথায় উঠবে৷ আবার এমনও মানুষ আছেন , যাঁরা অঙ্কে একশোয় একশো পান , কিন্ত্ত সাফল্য মাথায় ওঠে না৷ আসলে আমি কোনওদিন কোনওকিছুতে গা ভাসিয়ে দিইনি৷ হ্যাঁ, যে ছবি করছি , সেটা দেখে কেউ ভালো বললে খুশি হই৷

অন্য সময় : এ বছরের সেরা কমপ্লিমেন্ট কী পেলেন ?
সোহিনী : একজন আমায় বলেছেন , ‘কলকাতার স্মিতা পাতিল’ (হাসি )৷

অন্য সময় : নিজের ওপর বিরক্ত লাগে কী নিয়ে ?
সোহিনী : রোগা হতে পারছি না৷ যে কোনও ফ্যাশন শ্যুটে গেলেই বলছে, ‘তোমাকে আর একটু রোগা হতে হবে’৷ আমি তো জানি সেটা৷ কিন্ত্ত খেয়ে ফেলি !

অন্য সময় : কিন্ত্ত আপনার জীবনযাপন তো পালটে গিয়েছে৷ শাহরুখ খানের পাশে বসে ফেসুবুক লাইভ করছেন৷ নামী প্রযোজনা সংস্থার অফিসে নায়ক-পরিচালকদের মাঝে ইদানীং কিছুটা সময় কেটে যায় আপনার৷ হঠাত্ করে পিঠে ব্যাগ নিয়ে শহর ছেড়ে দূরে চলে যাওয়া সোহিনী কি হারিয়ে যাচ্ছে না ?

সোহিনী : শাহরুখ খানের সঙ্গে ফেসবুক লাইভে উপস্থিত থাকার জন্য হাতে গোনা কিছুজনকে ডাকা হয়েছিল৷ আমি ভাগ্যবান যে তাঁদের মধ্যে আমার নাম ছিল৷ আবার ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ভালোবাসার শহর ’-এর শ্যুটিংয়ে উত্তর কলকাতার রাস্তা ঝাঁট দিলাম৷ জয়া এহসান সেই রাস্তা দিয়ে হেঁটে আসবে বলে৷ কারণ ছবিটায় সহযোগী পরিচালকের কাজ করছিলাম৷ সেটার জন্যও নিজেকে ভাগ্যবান মনে করি৷ কোনওটার সঙ্গেই কোনওটার বিরোধ নেই৷ সৃজিত মুখার্জির সঙ্গে বসে কফি খাচ্ছি বলে যদি মনে করি জীবন বদলে গেল , তা হলে সেটা ভুল !

অন্য সময়: ভূতে ভয় পান ?
সোহিনী : যা নিষিদ্ধ, তার প্রতি আমার বরাবর আগ্রহ৷ বাবা-মা ’র বিবাহবার্ষিকীতে একবার বাবা মা ’কে ‘লজ্জা’ বইটা দিয়েছিল৷ আমার থেকে বইটা দূরে রাখা হত৷ সে কারণেই একদিন লুকিয়ে-লুকিয়ে বইটা পড়ে ফেলি৷ ভূতের কাছে যেতে নেই , এই যে বিষয়টা, তার থেকে আমার ভূতের প্রতি টান তৈরি হয়৷ কিন্ত্ত ভয় পাই না৷ ভূতের চেয়ে মানুষ বেশি ক্ষতিকারক বলে আমার ধারণা৷

অন্য সময়: পুজোর কোন ছবি নিয়ে কী ভাবছেন?
সোহিনী: পুজোয় ছবি দেখব না৷ বন্ধুদের সঙ্গে আড্ডা মারব৷ ‘প্রজাপতি বিস্কুট’ দেখতে চাই৷ ‘বলো দুগ্গা মাঈকী’-র ‘হোতে পারে না’ গানটা ভালো লেগেছে৷ ‘ইয়েতি অভিযান ’ দেখব৷ ছোটবেলায় পুজোর উপন্যাস পড়ার মতো অনুভূতি হবে আশা করছি৷ আর কী আছে ? ‘ককপিট’ দেখব (দুষ্টু হাসিতে গড়িয়ে পড়লেন )৷ ‘ব্যোমকেশ ’-এর ফার্স্ট লুক-এ যিশুদার যে নতুন লুক আছে , সেটা খারাপ লেগেছে৷ এমনিতেই অঞ্জন দত্ত -র পরিচালনায় ব্যোমকেশ আমার ভালো লাগে না৷ আর ‘চলচ্চিত্র সার্কাস ’-এ অরিন্দমদাকে (শীল ) দেখার জন্য মুখিয়ে আছি৷ সুপারম্যান লুক নিয়ে কথা তুললেই তিনরকম এক্সপ্রেশন দিচ্ছে৷ লজ্জা , রাগ আর গর্ব৷

অন্য সময় : দুর্গাপুজোয় নতুন প্রেম হলে কেমন হয় ?
সোহিনী : ভীষণ ভালো৷ গাড়িতে করে যেতে-যেতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সুন্দর ছেলেদের দেখতে ভীষণ ভালো লাগে৷ ম্যাডক্স স্কোয়ারের পুজোতে গিয়ে মনে হয় , সুন্দর ছেলেরা কেন এসে প্রেমের প্রস্তাব দিচ্ছে না৷ আবার যাকেই পছন্দ হয় দেখি তার পাশে কোনও সুন্দরী৷ আসলে এদের কেউ আমাকে পছন্দ করলেও হয়তো কোনওদিন এসে বলবেই না ...

অন্য সময় : কেন বলবে না ? আপনি তো ‘সদা সিঙ্গল ’...
সোহিনী : বরাবরই সিঙ্গল৷ বরাবরই প্রেম করতে চাই৷ আবার অপ্রেমও চাই৷ জীবনে ভার্সেটাইল হওয়া খুব দরকার (হাসি )

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল