অ্যাপশহর

Hatyapuri Trailer : মুক্তি পেল হত্যাপুরীর জমজমাট ট্রেলার, নজর কাড়লেন 'ফেলুদা' ইন্দ্রনীল

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে হত্যাপুরী ছবির ট্রেলার। সন্দীপ রায় পরিচালিত ওই ছবিতে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ, আয়ুষ দাসরা। টানটান উত্তেজনায় ভরপুর ওই সিনেমার ট্রেলারটিও রুদ্ধশ্বাস। সত্যজিৎ রায়ের লেখা এই গোয়েন্দা গল্পের প্রেক্ষাপট পুরী। যেখানে বেড়াতে গিয়েছেন ফেলুদা। এরই মাঝে এক ব্যক্তি খুন হবেন। কে খুনী? তা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টায় ফেলুদা অ্যান্ড কোং...

Produced byপৃথা মুখোপাধ্যায় | EiSamay.Com 2 Dec 2022, 9:16 am

হাইলাইটস

  • বৃহস্পতিবার মুক্তি পেল হত্যাপুরী ছবির ট্রেলার।
  • শোনা গেল, ফেলুদার সেই থিম সং।
  • টানটান উত্তেজনার ভরপুর ট্রেলার উপহার দিলেন পরিচালক সন্দীপ রায়।
  • যা দেখে ফের উৎসাহিত বাঙালি।
'হত্যাপুরী' নিয়ে আলোচনায় সন্দীপ রায়
"একে একে বন্ধ দরজা সব খুলে যাচ্ছে… গোয়েন্দার কিস্যু করার নেই…", বৃহস্পতিবার মুক্তি পেল হত্যাপুরী ছবির ট্রেলার। শোনা গেল, ফেলুদার সেই থিম সং। টানটান উত্তেজনার ভরপুর ট্রেলার উপহার দিলেন পরিচালক সন্দীপ রায়। যা দেখে ফের উৎসাহিত বাঙালি। ঝকঝকে মেইন কাস্ট নিয়ে হত্যাপুরীর চিত্রনাট্য বুনেছেন সত্যজিৎ পুত্র। ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন ফেলুদার ভূমিকায়। সাদামাটা লুকে তাঁকে বেশ মানিয়েছে। তাছাড়া ফেলুদার চারিত্রিক বৈশিষ্ট্যকে যথাসম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ইন্দ্রনীল। এক মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারে তাঁর মাত্র দু'টি ডায়ালগ শোনা গিয়েছে। একেবারে শেষ দৃশ্যে ইন্দ্রনীল থুড়ি ফেলুদা বন্দুক তাক করে বলেন, "কিন্তু, যদি প্রমাণ হয় তার মাথায় যে গুলিটা লেগেছিল সেটা আপনার এই বন্দুক থেকেই বেরিয়েছে, তাহলে?" এই পর্যায়ে মন জিতে নিয়েছেন অভিনেতা।
Hatyapuri: বাংলায় সড়গড় নয় ফেলুদা! মাতৃভাষায় খই ফোটাতে ইংরেজি এড়াচ্ছেন Indraneil Sengupta
এদিকে এই ছবিতে জটায়ু হিসেবে দেখা যাবে অভিজিৎ গুহকে। সন্তোষ দত্ত, বিভু ভট্টাচার্যদের ফ্লেভার ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে নজরকাড়া নয়া তোপসে আয়ুষ দাসও। চরিত্রের ইনোসেন্স ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি। এদিকে পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়দের মতো বর্ষীয়ান অভিনেতারাও সঙ্গত দিয়েছেন নতুনদের। ভরত কলের চরিত্রও মানানসই।
Amitabh Bachchan: অমিতাভকেই 'ফেলুদা' হিসেবে দেখেছিলেন সত্যজিৎ, প্রস্তাব ফেরান বিগ-বি
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সন্দীপ রায় পরিচালিত ছবি হত্যাপুরী। যার অপেক্ষায় দিন গুনদের ফেলুদা ভক্তরা। Satyajit Ray -এর Hatyapuri গল্পের আধারেই এই সিনেমা বানিয়েছেন পরিচালক Sandip Ray। যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ক্রমশ বাড়ছে। গত নভেম্বর মাসেই শ্যাডো ফিল্মসের তরফে ছবির পোস্টার প্রকাশ্যে আনা হয়েছিল Facebook -এ ওই পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা লেখে, "ফেলুদা আসছেন হত্যা রহস্য উন্মোচন করতে।"
ফেলু মিত্তিরের হাতে কী এবার আধুনিক গ্যাজেট? উত্তর দিলেন 'হত্যাপুরী’র পরিচালক সন্দীপ রায়
প্রসঙ্গত, সন্দীপ রায় পরিচালিত এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ এবং আয়ুষ দাস সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্রদের ছোঁয়ার যারপরনাই চেষ্টা করেছেন। ম্যাানারিজমগুলিকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকে। বলাবাহুল্য, সফলও হয়েছেন তাঁরা। ইন্দ্রনীল সেনগুপ্তের চরিত্রের মধ্যে অদ্ভুত এক সারল্যের দেখা মিলেছে। যা মনে ধরেছে অনেকের।
Feluda: 'গল্পের নির্যাস একই', ফেলুদাকে OTT-তে আনা প্রসঙ্গে কী বললেন অরিন্দম?
বিনোদনের আরও খবর পড়তে ক্লিক করুন... সিনেমার খবর পড়ার জন্য এখানে ক্লিক করুন... টেলিভিশনের খবর পাবেন এই লিঙ্কে... প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল
লেখকের সম্পর্কে জানুন
পৃথা মুখোপাধ্যায়
সাত বছর ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত পৃথা মুখোপাধ্যায়। ২০১৬ সালে কেরিয়ার শুরু করেছিলেন সংবাদপত্রে ফ্রিল্যান্স সাংবাদিকতার মাধ্যমে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এই সময় ডিজিটাল-এ কর্মরত পৃথা। প্রথমে এই সময় সংবাদপত্রের অন্য সময় বিভাগে কাজ করতেন তিনি। তারপর খবর ৩৬৫ দিন সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে এই সময় ডিজিটাল-এর বিনোদন ডেস্কে কাজ করছেন।... আরও পড়ুন

পরের খবর