অ্যাপশহর

পটারপ্রেমীদের জন্য সুখবর, হ্যারি পটারের 'যাদু' আসতে পারে আপনার হাতেও

হলিউডের অন্যতম বড় নিলামে উঠতে চলেছে দুনিয়ার সিনেপ্রেমীদের মন জয় করা সিনেমাগুলির প্রপস... হ্যারি পটারের চশমা থেকে যাদুদণ্ড... মাস্ক-এর মুখোশ থেকে স্টার ওয়ার্সের কস্টিউম...

Ei Samay 26 May 2021, 5:02 pm
এই সময়: হলিউডের অন্যতম বড় নিলাম। নিলামের ডাক হবে ১২০০ সামগ্রী নিয়ে। সবগুলোই জনপ্রিয় ছবি বা ধারাবাহিকে ব্যবহৃত হ্যারি পটারের চশমা, যাদুদণ্ড কিংবা ইন্ডিয়ানা জোনস ছবিতে হ্যারিসন ফোর্ডের ব্যবহৃত ফিডোরা টুপি-নিলামে উঠছে আগামী মাসের শেষে। আমেরিকায় মাটিতে এই নিলাম হলেও, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে অংশ নেওয়া যাবে দরাদরিতে। তবে নথিভুক্ত করাতে হবে নাম। আর এই অনলাইন এই নিলামে দর উঠবে আকাশছোঁয়া, এমনটাই গুঞ্জন হলিউডের চারপাশে।
EiSamay.Com harry potter wand


সোশ্যাল মিডিয়ায় এই নিলাম নিয়ে ইতিমধ্যেই বেশ সাড়া পড়ে গিয়েছে। এটি সাম্প্রতিক কালের অন্যতম বড় হলিউডি নিলাম। জুন মাসের ২৯ তারিখ থেকে শুরু হতে চলা এই তিনদিনের নিলামে বিক্রি করা হবে প্রায় ১২০০ সামগ্রী। ক্লাসিক হলিউডের ছবি থেকে মার্কিন জনপ্রিয় টিভি ধারাবাহিক-বেছে বেছে 'আইকনিক' প্রপ রাখা হয়েছে নিলামে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিখ্যাত 'দ্য লাস্ট সামুরাই' ছবিতে ব্যবহৃত টম ক্রুজের তরবারিটিও নিলামে থাকছে। থাকছে 'মাস্ক' ছবির লোকি মুখোশ। যাতে স্বাক্ষর থাকবে নায়ক জিম ক্যারির। স্টার ওয়ার সিরিজের ড্রয়েড আর একাধিক কস্টিউমও দরাদরির আওতায় থাকছে।



সামগ্রীর যে তালিকা আপাতত তৈরি হয়েছে তাতে সব চেয়ে বেশি দাম উঠবে মনে করা হচ্ছে 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম' ছবিতে ব্যবহৃত হ্যারিসন ফোর্ডের টুপি। মার্কিন ডলারে দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ দাম উঠবে মনে করা হচ্ছে। নিলামকারী সংস্থার অধিকর্তা ব্র্যানডন অ্যালিঙ্গার জানিয়েছেন, 'এই টুপিটি হলিউড ছবির সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। তাই শুধু লগ ইন করলাম আর কিনে ফেললাম, তা হবে না। সংগ্রাহককে একাধিক পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে। তারপরই নিলামের সুযোগ।'

'পোশাকহীন' শরীরে নয়া ভিডিয়ো! ফের নেটপাড়ায় উত্তাপ বাড়ালেন মিয়া খলিফা
বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে সামগ্রীগুলি দান হিসেবে দেওয়া হয়েছে। কেন না, সাম্প্রতিক বিপর্যয় মোকাবিলায় হলিউডে অর্থের প্রয়োজন পড়ছে আর পাঁচটি বিনোদন ইন্ডাস্ট্রির মতোই। একাধিক এমন খাতে নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে। 'স্টার ওয়ার্স'-এর একটি কস্টিউম এর আগে বিক্রি হয়েছিল ২,৮৭,০০০ ডলারে। এটি একপ্রকার রেকর্ড। সেই রেকর্ড হ্যারিসন ফোর্ডের ফিডোরা ভাঙতে পারে কি না, সেটাই এখন দেখার।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল