অ্যাপশহর

নাম মাহাত্ম্যে আমির খানকে 'খুনি' সাজাল পাকিস্তানি নিউজ চ্যানেল

কে বলে নামে কিছু যায় আসে না। আসে, আসে। এই নাম বিভ্রান্তেই অভিনেতা আমির খানকে খুনের অভিযুক্ত সাজিয়ে দিল পাকিস্তানি নিউজ চ্যানেল। যার জেরে ট্রোলও হল নেটপাড়ায়।

EiSamay.Com 19 Apr 2020, 6:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: খুনের এক অভিযুক্তকে নিয়ে খবর করতে গিয়ে, বলিউড তারকা আমির খানের মুখ বসিয়ে, সে ছবি সম্প্রচার করে দিল একটি পাকিস্তানি নিউজ চ্যানেল। চ্যানেল কর্তৃপক্ষের চোখে যখন সেই ভুল ধরা পড়ে, ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় তা ট্রোল হয়ে গিয়েছে।
EiSamay.Com aamir


বিভ্রান্তি হয় নামেই। যিনি খুনে অভিযুক্ত, তিনিও আমির। এমকিউএম নেতা আমির খান। খুনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায়, ওই পাকিস্তানি নেতাকে নিয়ে খবর করছিল চ্যানেলটি। কিন্তু, গ্র্যাফিক্স প্লেটটি যিনি বানিয়েছেন, তিনি হয়তো বলিউড অভিনেতাকে চিনতেন না। তাই গুগলে ছবি সার্চ করে, অভিনেতা আমির খানের মুখ বসিয়ে দেন। নেটপাড়ায় ট্রোল হওয়ার আগে, সেই ভুল চ্যানেলের কারও চোখেও পড়েনি।

চ্যানেলের সেই ছবির স্ক্রিনশট নিয়ে ট্যুইটারে তা শেয়ার করেন সাংবাদিক নায়লা ইনায়ত। খবরের বিষয় ছিল, ১৭ বছর পর খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন এমকিউএম নেতা আমির খান। খবরের সঙ্গে অভিনেতা আমিরের ছবি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন ওই সাংবাদিক। তাঁর ট্যুইট....


চ্যানেলটি তাদের ভুল বুঝে, পরে সেই ছবি পালটে নেয়। কিন্তু, তাতে ভাইরাল হওয়া আটকায়নি। আমিরকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে, 'ঠগ্স অফ হিন্দোস্তান' ছবিতে। ২০১৮ সালের নভেম্বরে ছবিটি ভারতে রিলিজ করেছিল। তার পর এই দেড় বছরে তিনি বড়পর্দায় আসেননি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল