অ্যাপশহর

যেমন কাজ হবে তেমনই নিজেকে মানিয়ে নেব

হলিউড থেকে লিঙ্ক-আপ বিতর্ক, স্ট্রেট ব্যাটে জবাব অভিনেত্রীর৷

EiSamay.Com 31 May 2017, 8:47 am
হলিউড থেকে লিঙ্ক-আপ বিতর্ক, স্ট্রেট ব্যাটে জবাব অভিনেত্রীর৷ কথা বলেছিলেন শতরূপা বসু
EiSamay.Com huma quereshi on her upcoming film dobara
যেমন কাজ হবে তেমনই নিজেকে মানিয়ে নেব


হঠাত্ একদিন, বলা নেই কওয়া নেই, আয়নাটা মাঝখান থেকে ভেঙে ঝনঝন শব্দে মাটিতে পড়ে গেল! সবার হাত-পা ঠান্ডা হওয়ার জোগাড়৷ তারপর শেষমেষ এমন হল যে লন্ডনের পাশের গ্রাম থেকে পুরোহিত এনে পুজো করাতে হল!

হুমা কুরেশি বলছিলেন ‘দোবারা’: সি ইয়র ইভল’-এর শ্যুটিংয়ের লন্ডন শেডিউলের গল্প৷ ওখানে ৩০ দিনের শ্যুটের মধ্যেই ঘটে এই ঘটনা৷ ‘দোবারা’ হলিউডের বিখ্যাত হরর ছবি ‘ওক্যুলাস’-এর ওপর ভিত্তি করে ভারতীয় আখ্যান৷ মজার ব্যাপার হল এই ভাই-বোনের গল্পে হুমা কুরেশির সঙ্গে অভিনয় করছেন তাঁর ভাই--- শাকিব সালিম৷ ছবিটি তৈরি হয়েছে ভারত-আমেরিকান যৌথ প্রযোজনায়, যার জন্যই হয়ত হুমা এটিকে দেশের প্রথম ওয়ার্ল্ড-ক্লাস হরর ছবি বলছেন৷ ‘ভারতে হরর মানেই সাধারণত যেরকম বোকা বোকা ভয় দেখা যায়, তেমন একদমই নয়৷ খুবই মাটির কাছাকাছি একটা ছবি৷ বরং অনেকটা গা শিরশিরে ভাব আছে৷ ‘ওক্যুলাস’ অত্যন্ত ভয়ের৷ ওটাই ভারতে রি-রিলিজ করার প্ল্যান ছিল৷ কিন্ত্ত তারপর প্ল্যানে বদল আসে৷ যদিও আমি ‘ওক্যুলাস’ দেখিনি, শাকিব দেখেছে৷ এই ভাই-বোনের বহুদিন পর দেখা হয়৷ এবং তারা নিজেদের মধ্যে আগের জীবনের গল্প শুরু করে৷ আস্তে আস্তে খুলতে থাকে পুরনো ঘা৷ ঘটতে থাকে নানা ঘটনা,’ বলছেন হুমা৷

বাস্তবে সেরকমই একটা ‘অদ্ভুত’ অভিজ্ঞতা শেয়ার করেছেন হুমা৷ ‘আয়নাটা একটা চরিত্রও বটে৷ সত্যি বলতে, আমিও বেশ ভয় পেয়েছিলাম৷ এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে সেটের ক্রু দু’ভাগে ভাগ হয়ে যায়--- একদল যারা ভূতে বিশ্বাস করে, আরেক দল যারা করে না! এই করেই শেষ হল শ্যুটিং৷ এটা এক কথায় ছবিরও সারমর্মও৷ সত্য আর অসত্যের মাঝখানের একটা স্পেস৷ আয়নাটা মনের দ্বন্দ্ব আর বিভ্রমের রূপক হিসেবে কাজ করেছে৷ সাফ কথা হুমা কুরেশির৷

যে কোনও ভালো হরর গল্পের মতো, এই ছবিটিও মনের সেই সমস্ত অন্ধকার এবং গভীর স্তরের মধ্যে ডুব দিয়ে সেই অস্থির মন বোঝার চেষ্টা করে৷ এটাকে পেশ করা হয়েছে একটা নতুন, ‘এজি’ মোড়কে৷ যেটার জন্য ওয়ার্ল্ড-ক্লাস বলছি৷ সব থেকে গুরুত্বপূর্ণ হল ‘দোবারা’ মূল ছবির থেকে কাট-কপি-পেস্ট তো নয়ই৷ একটা অ্যাডাপটেশন বলা যেতে পারে৷ সবাই এই অভিজ্ঞতার সঙ্গে রিলেট করতে পারবে,’ বলছেন হুমা৷

এ ছাড়া হুমা পা রাখতে চলেছেন আন্তর্জাতিক সার্কিটে৷ বার্লিনের অফিশিয়াল বিভাগে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে গুরিন্দর চাধা পরিচালিতহুমা অভিনীত ‘ভাইসরয় হাউস’৷ হুমা অভিনয় করেছেন হিউ বোনেভিল, গিলিয়ন অ্যান্ডরসনের সঙ্গে৷ ১৯৪৭-এর দেশভাগের প্রেক্ষিতে লর্ড মাউন্টব্যাটনের ভারত সফর নিয়ে ছবি৷ ‘গুরিন্দরের সঙ্গে ভারতেই দেখা হয়েছিল৷ তারপরই উনি আমাকে ‘ভাইসরয় হাউস’-এর প্রস্তাব দেন৷ একেবারে নতুন অভিজ্ঞতা৷ খুবই উত্তেজিত ছিলাম৷ আমার চরিত্রর নাম আলিয়া--- সে লর্ড মাউন্টব্যাটনের মুসলিম ইন্টারপ্রেটর৷ দেশভাগের জ্বলন্ত প্রেক্ষাপটে আলিয়া প্রেমে পড়ে একজন হিন্দু ছেলের৷ চরিত্রটা তৈরি করতে নিজেকে পুরোটা দিয়ে দিয়েছি৷ আমার পক্ষে এর থেকে ভালো অভিনয় বা খাটুনি সম্ভব ছিল না৷ ছবিটা যৌথভাবে ইন্দো-ব্রিটিশ প্রযোজনায় করা৷ গুরিন্দর পাঞ্জাবি , এখন ব্রিটিশ নাগরিক৷ তার ওপর মহিলা৷ এরকম একটা প্রেক্ষিত আর দৃষ্টিভঙ্গি থেকে ছবিটা খুব ইন্টারেস্টিং হয়েছে৷ তা ছাড়া চিত্রনাট্য পড়ে আমি কোনওমতেই ‘না’ করতে চাইনি,’ বলছেন হুমা৷

গুরুত্বপূর্ণ কাজ হলেও হুমা হলিউডে ঝাঁপিয়ে পড়ে কাজ করার কথা ভাবছেন না৷ এটা পাওয়ার জন্য যেমন তিনি একস্ট্রা কিছু করেননি, তেমনই বাকি কাজের জন্যও তিনি হা পিত্যেশ করে বসে নেই৷ ‘যেরকম কাজ আসবে তেমনই নিজেকে মানিয়ে নেব,’ বলছেন হুমা৷ গোবিন্দ নিহালানি হুমার অভিনয় দক্ষতাকে স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করেছেন৷ ‘আমি অত্যন্ত কৃতজ্ঞ এই তুলনার জন্য৷ আসা করছি আমার কাজে তাঁকে নিরাশ করব না,’ বলেন তিনি৷ দারুণ অভিনয়ের সঙ্গে অন্যরকম সুন্দরী বলে তিনি কি একটু টাইপকাস্ট হয়ে যাচ্ছেন? ‘আমি এসব নিয়ে বেশি ভাবতে চাই না৷ যেমন কাজ আসে তেমনই করি, তেমনই করতে চাই,’ সোজা কথা তাঁর৷ রজনীকান্তর সঙ্গেও ছবি করছেন৷ তবে এ ব্যাপারে বিশেষ কিছু বলতে চাইছেন না৷ ‘এখনও কথা বলার পারমিশন নেই,’ বলছেন হুমা৷ লিঙ্ক -আপের বিতর্কও তাঁর পিছু ছাড়ে না৷ কীভাবে নেন সেটা? ‘এখন আর রেসপন্ড করি না৷ যা হচ্ছে হোক৷ আমার প্রথম প্রয়োরিটি আমার কাজ,’ বলছেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘বদলাপুর’-এর অভিনেত্রী৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল