অ্যাপশহর

''শরীরে 'পেন্ট' করার বিরোধী, তাই 'অবতারে'র অফার ফিরিয়েছিলাম''

মার্ভেল প্রযোজিত অবতার সিনেমাটি এখনও পর্যন্ত হলিউডের ব্লকবাস্টার ছবি। বিশ্বের সবচেয়ে বেশি লাভের মুখে দেখেছে অ্যাভেঞ্জারস-এন্ড গেম। তারপরই রয়েছে অবতার। সেই সিনেমার অফারই নাকি তিনি ফিরিয়ে দিয়েছিলেন অবলীলায়।

EiSamay.Com 30 Jul 2019, 12:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হলিউডে ডার পেয়েও তিনি যাননি। এলেবেল কোনও সিনেমা নয়। বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের অবতার ছবির জন্য অফার এসেছিল হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক গোবিন্দা। মার্ভেল প্রযোজিত অবতার সিনেমাটি এখনও পর্যন্ত হলিউডের ব্লকবাস্টার ছবি। বিশ্বের সবচেয়ে বেশি লাভের মুখে দেখেছে অ্যাভেঞ্জারস-এন্ড গেম। তারপরই রয়েছে অবতার। সেই সিনেমার অফারই নাকি তিনি ফিরিয়ে দিয়েছিলেন অবলীলায়।
EiSamay.Com D3


কেন ফেরালেন? একটি জনপ্রিয় টক শো-তে গোবিন্দা জানিয়েছেন, 'ফিল্মের টাইটেলের জন্য অফার দেওয়া হয়েছিল। এটি যে সুপার হিট ফিল্ম হবে সেটা পরিষ্কার ছিল। সিনেমাটি দারুণ ভালো, এ বিষয়ে আমি ক্যামেরনকে জানিয়েও ছিলাম। আমি তাঁকে বলেছিলাম, ছবিটি যদি শেষ হতে সাত বছর সময়ও লাগে, সেই সময়টাও আমি দিতাম তাঁকে। এতটাই আমি আগ্রহী ছিলাম। অন্যদিকে পরিচালক আমাকে জিজ্ঞাসা করেন, তুমি এতটা নিশ্চিত হলে কীভাবে যে, অবতার বানাতে সাত বছর লাগবে। আমার অভিজ্ঞতা আর ভাবনা থেকে বলেছিলাম সেই সময়। আমার দূরদৃষ্টিই তখন সত্যি হল। ফিল্মটি রিলিজ করল ৮ থেকে ৯ বছর পর এবং সেটি সুপার হিটও হল।'

টক শোতে গোবিন্দা এও বলেন, এই সিনেমার জন্য আমাকে ৪১০ দিনের শ্যুটিংয়ের কথা বলা হয়েছিল। কিন্তু এটি মুখ্য বিষয় নয়। ওই ৪১০ দিনই ছবির প্রযোজনে গোটা শরীরে 'পেন্ট' করতে হত। তার জন্যই আমি ছবিটি করিনি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল