অ্যাপশহর

Avengers: এবার থ্যানসের হামলার শিকার গুগলও! দেখুন কীভাবে…

গত বছর এপ্রিলে মুক্তি পেয়েছিল Avengers: Infinity War। সেখানে থ্যানসকে হারাতে পারেনি Avengers-রা। বরং তাঁদেরই অনেক সুপারহিরো শেষ হয়ে যায়।

EiSamay.Com 26 Apr 2019, 2:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: থ্যানসের হাতে শেষ হয়েছে ব্রহ্মাণ্ডের অর্ধেক। বদলা নেওয়ার শেষ সুযোগ ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা Avengers-দের। থ্যানসকে হারিয়ে পৃথিবীকে বাঁচাতে পারবেন তাঁরা? তার উত্তর নিয়ে হাজির Avengers: Endgame। শুক্রবার মার্ভেলের এই ছবির মুক্তি ঘিরেই তুমুল উন্মাদনা বিশ্বজুড়ে। Avengers-দের নিয়ে এই উন্মাদনার আঁচ এবার গুগলেও। যেখানে হামলা করেছেন স্বয়ং থ্যানস।
EiSamay.Com Thanos
Infinity War-এ থ্যানস।


Avengers: Endgame নিয়ে উত্তেজনার মধ্যেই বিশেষ ফিচার্স লঞ্চ করেছে গুগল। Avengers ভক্তরা যদি গুগলে গিয়ে ইংরেজিতে থ্যানস (Thanos) টাইপ করে সার্চ করেন, সার্চ রেজাল্টে থ্যানস ও Avengers সম্পর্কিত তথ্য দেখা যাবে। সঙ্গে ডানদিকে Avengers Infinity War-এ থ্যানসের ছবি ও সাধারণ তথ্য দেখতে পাবেন। যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে, তা হল ছবির নীচে থ্যানসের সোনার গ্লাভস। যা ব্যবহার করেই Infinity War ছবিতে অর্ধেক ব্রহ্মাণ্ডকে শেষ করে দিয়েছিল থ্যানস। ওই গ্লাভসে যদি আপনি ক্লিক করেন...সত্যিই শেষ হয়ে যাবে গুগল! নিজেরা চেষ্টা করে দেখুন।

আরও পড়ুন: মুক্তির ২ দিন আগেই অনলাইনে ফাঁস অ্যাভেঞ্জার্স এন্ডগেম গোটা মুভি

তবে যদি ফিরে আসতে চান, তবে দ্বিতীয়বার ওই গ্লাভসে ক্লিক করতে ভুলবেন না।

গত বছর এপ্রিলে মুক্তি পেয়েছিল Avengers: Infinity War। সেখানে থ্যানসকে হারাতে পারেনি Avengers-রা। বরং তাঁদেরই অনেক সুপারহিরো শেষ হয়ে যায়। এবার পুরোদমে প্রস্তুতি নিয়ে Avengers: Endgame-এ লড়বেন ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, হালক, থর, ব্ল্যাক উইডো'রা। শুক্রবারই মুক্তি পেয়েছে Avengers: Endgame। তবে ভক্তদের উন্মাদনার জেরে আপাতত টিকিট মিলছে না।

আরও পড়ুন: এবার ভারতীয় সুপারহিরো হতে চান দীপিকা!

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল