অ্যাপশহর

কাপুর পরিবার বঞ্চিত হলেও সাড়ম্বরে গণেশ প্রবেশ সঞ্জয় ও সোনুর বাড়িতে

প্রতি বছরের মতো এবারও দত্ত পরিবারে মহা সমারোহে হাজির হলেন গণপতি বাপ্পা। সঞ্জয় দত্তের ছেলে শাহরান এবার এগিয়ে এসেছিল বাবার দায়িত্ব পালন করতে। দেখে নিন এক্সক্লুসিভ ছবি...

EiSamay.Com 2 Sep 2019, 1:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার সারা দেশে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বিঘ্নহর্তা গণেশকে সাদরে বাড়ি নিয়ে এলেন বলি তারকারা।
EiSamay.Com Ganesh Puja in sanjay dutt and sonu soods house
সেলেব ঘরে গণেশ পুজো


প্রতি বছরের মতো এবারও দত্ত পরিবারে মহা সমারোহে হাজির হলেন গণপতি বাপ্পা। সঞ্জয় দত্তের ছেলে শাহরান এবার এগিয়ে এসেছিল বাবার দায়িত্ব পালন করতে। তার হাত ধরেই সঞ্জয় দত্তের বাড়িতে প্রবেশ করলেন গণেশ। ভাইয়ের পাশে দেখা গেল যমজ বোন ইকরাকেও।





বাড়িতে গণপতি নিয়ে এলেন অভিনেতা সোনু সুদও। বড় ছেলে ঈশান কোলে করে বাড়িতে নিয়ে এল গণেশ মূর্তি। সপরিবারের গণপতিকে স্বাগত জানালেন সোনু সুদ ও তাঁর স্ত্রী সোনালী।





তবে এবার আর গণেশ চতুর্থীতে মাতল না কাপুর পরিবার। গত বছরই বিক্রি হয়ে গিয়েছে RK Studio। সেটি ভেঙে শুরু হয়েছে নতুন নির্মাণ কাজ। এতবছর এই স্টুডিয়োতেই বড় করে আয়োজিত হত গণেশ পুজো। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্‍কারে রণধীর কাপুর জানিয়েছেন, আর কে স্টুডিয়োই থাকল না, আর কোথায় কবেন গণেশ পুজো। এই পুজোর শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৭০ বছর আগে রাজ কাপুরের হাত ধরে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল