অ্যাপশহর

#MeToo-র সাফল্য, অবশেষে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হার্ভে ওয়াইনস্টাইন

হলিউডের অন্যতম বড় প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন কমপক্ষে ৮০ জন মহিলা। অভিযোগকারীদের মধ্যে অ্যাশলে জুড, রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরা আছেন৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘দ্য কিংস স্পিচ’, ‘পাল্প ফিকশন ’-এর মতো বিখ্যাত ছবি প্রযোজক।

EiSamay.Com 25 Feb 2020, 4:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দীর্ঘ লড়াইয়ের পরে বড় সাফল্যের মুখ দেখল #MeToo আন্দোলন। যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে দোষী প্রমাণিত হল হলিউডের প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইন। সোমবার নিউ ইয়র্কের জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেছে। এর পরে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। ১১ মার্চ তার সাজা শোনাবে নিউ ইয়র্কের আদালত। কমপক্ষে ৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে ৬৭ বছর বয়স্ক হলিউডের একদা এই প্রভাবশালী এই প্রযোজকের।
EiSamay.Com hd


বিশ্বজুড়ে তৈরি হওয়া #MeToo ঝড়ে প্রথম বিদ্ধ সম্ভবত হার্ভে ওয়েনস্টেইনই। প্রথমে এক অভিনেত্রী-মডেল সাহস করে মুখ খুলেছিলেন হলিউডের এই দাপুটে প্রযোজকের বিরুদ্ধে। তাঁর প্রতিবাদ সাহস জুগিয়েছিল বাকিদের। এর পরই একে একে সরব হন বাকিরা। তিরিশেরও বেশি অভিযোগ ওঠে বাফটা জয়ী এই প্রযোজকের বিরুদ্ধে। অভিযোগকারীদের মধ্যে অ্যাশলে জুড, রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরা আছেন৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘দ্য কিংস স্পিচ’, ‘পাল্প ফিকশন ’-এর মতো বিখ্যাত ছবি প্রযোজক।

নিজের এই ক্ষমতা অপব্যবহার করেই বহু মহিলার সঙ্গে ওয়েনস্টাইন অশ্লীল আচরণ করেছে বলে অভিযোগ। সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে নবাগতদের হোটেল রুমে ডাকত সে৷ সেখানে এঁদের নানা ভাবে হেনস্থা করত বলে অভিযোগ৷

অভিযোগকারীদের কেউ জানিয়েছেন , সিনেমায় কাজের সুযোগের বদলে শরীরী সম্পর্ক স্থাপন বা মহিলাদের সামনে সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে তাঁদের নিজের সামনে বসে থাকতে বাধ্য করত ওয়েনস্টাইন। এমনকী, কেউ কেউ তার বিরুদ্ধে আঘাত করার অভিযোগও তুলেছেন।

গত ৬ জানুয়ারি হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু হয় নিউ ইয়র্কের আদালতে। সোমবার মামলার রায় ঘোষণা করেছে জুরি বোর্ড। ২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং জেসিকা মানকে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগে হার্ভে ওয়াইনস্টাইনকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত। তবে যৌন আঘাতের গুরুতর অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত ছিল।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল