অ্যাপশহর

ছোট্ট সোনা মাছেরা আসছে, নিমো-র পর ডোরি!

আগামী মাসের ১৭ তারিখে মুক্তি পাচ্ছে ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘ফাইন্ডিং ডোরি’। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং নিমো’-র সিক্যুয়েল হিসাবে তৈরি করা হয়েছে সিনেমাটি।

EiSamay.Com 26 May 2016, 8:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গরমের ছুটি শুরু হয়েছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাদের একটু আনন্দ দিতে চান, তা হলে আর ক’টা দিন অপেক্ষা করুন। আগামী মাসের ১৭ তারিখে মুক্তি পাচ্ছে ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘ফাইন্ডিং ডোরি’। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং নিমো’-র সিক্যুয়েল হিসাবে তৈরি করা হয়েছে সিনেমাটি। পরিচালনা করছেন অ্যান্ড্রু স্ট্যানটন। তিনি আগের ছবিটিও পরিচালনা করেছিলেন।
EiSamay.Com finding dory trailer has adorable new characters and a lot of adventure
ছোট্ট সোনা মাছেরা আসছে, নিমো-র পর ডোরি!


দেখুন মজার ট্রেলার:


পিক্সার অ্যানিমেশন স্টুডিওর সহায়তায় এই থ্রি-ডি ছবিটিতে হরেক রকমের সামুদ্রিক প্রাণীদের দেখা যাবে। এদের মধ্যে অনেক চরিত্র নিমো-তেও ছিল। সব থেকে বড় কথা নিমো নিজেই রয়েছে ছবিতে। এ বার গল্পের দিকে এক নজর তাকানো যাক। সিনেমাটি শুরু হয়েছে ফাইন্ডিং নিমো-র ঘটনার ৬ মাস পরে। ডোরি-র হঠাত্‍ ছোটবেলার কথা মনে পড়ে। নিমো আর মার্লিন-কে সঙ্গী করে ডোরি রেবিয়ে পড়ে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে। তবে সব থেকে মজার ব্যাপার হল, ডোরি এখটা কথা বেশি ক্ষণ মনে রাখতে পারে না। ওর অবস্থা অনেকটা ‘গজনি’-র মতো। তবে এ কাজে ডোরিকে সাহায্য করবে একগুচ্ছ বন্ধু সামুদ্রিক প্রাণী। অসাধারণ হাসির সিনেমাটি দেখতে আর কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল