অ্যাপশহর

'শিল্পের কোনো সীমান্ত নেই', ফাওয়াদ'দের পাশেই বলিউড

MNS-র হুমকির প্রতিবাদে মুখ খুললেন বলিউডের প্রযোজক-পরিচালকরা।

EiSamay.Com 24 Sep 2016, 3:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে। নয়ত ধাক্কা মেরে বের করে দেওয়া হবে।’ উরি হামলার জেরে নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে চড়তে থাকা উত্তাপের মধ্যে এই হুমকি দেয় রাজ ঠাকরের MNS। তাদের দাবি, ভারত ছাড়তে হবে পাকিস্তানি শিল্পীদের। এমনকি, পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করছে এমন প্রযোজক-পরিচালকদের উদ্দেশেও হুমকি দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা। এবার MNS-র হুমকির প্রতিবাদে মুখ খুললেন বলিউডের প্রযোজক-পরিচালকরা।
EiSamay.Com filmmakers lash out against mns ultimatum banning pakistani artistes
'শিল্পের কোনো সীমান্ত নেই', ফাওয়াদ'দের পাশেই বলিউড


ফাওয়াদ খান, মাহিরা খানদের পাশে দাঁড়ান পরিচালক হনসল মেহতা। রাজ ঠাকরের দলের প্রতি ‘শাহিদ’, ‘আলিগড়’-এর পরিচালকের কটাক্ষ, ‘পরেরবার কেন্দ্রীয় সরকারের জন্য MNS-কে নির্বাচিত করা উচিত। ভারত-পাকিস্তান সমস্যার সমাধান তারা বের করে দিয়েছে। পাকিস্তানি শিল্পীরাই তো সীমান্তে উত্তেজনার দায়ি।’

একইভাবে MNS-র হুমকির সমালোচনা করেছেন পরিচালক বিক্রম ভাট। ‘ক্রিকেট বা পাকিস্তানি অভিনেতাদের এ দেশে প্রবেশ নিষিদ্ধ করা ঠিক নয়। এতে কোনো লাভ হবে না। বরং আমাদের উচিত পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা’, মন্তব্য ‘রাজ’ ছবির ডিরেক্টর বিক্রমের। তিনি আরও মনে করেন, শিল্পীদের ব্যান করে আদপে মূল ইস্যুকে ‘গুরুত্বহীন’ করে দেওয়া হবে।

ভারতে কাজ করা পাকিস্তানি অভিনেতাদের কি উরি হামলার নিন্দা করা উচিত? এই প্রশ্নের উত্তরে বিক্রম ভাট বলেন, ‘আমার মনে হয় করা উচিত। কিন্তু, সঙ্গে এটাও মনে রাখা উচিত, তাঁদের ওই দেশে ফিরে যেতে হবে। বিরুদ্ধে বললে, তাঁরা নিজের দেশে নিশানা হয়ে যাবেন। শিল্পকে রাজনীতি থেকে দূরেই রাখা উচিত।’

এদিকে, সামনেই মুক্তি পাবে ফাওয়াদ খান অভিনীত করণ জোহরের ‘এ দিল হ্যায় মুশকিল’। তবে এখনও এই ইস্যুতে কোনো মন্তব্য করেননি ফাওয়াদ বা করণ।

Bollywood unhappy with MNS' ultimatum banning Pakistani actors

Some bollywood filmmakers have expressed their displeasure in MNS' ultimatum of banning Pakistani actors working in India. Filmmakers like Hansal Mehta and Vikram Bhatt openly slammed Raj Thackeray-led MNS on the issue.

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল