অ্যাপশহর

পরের প্রজন্মের শিল্পীদের আকুণ্ঠ প্রশংসা করতে পারতেন, স্বাতীলেখার প্রয়াণে শোকাহত শিল্পী মহল

প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত। ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী। তাঁর শেষ ছবি বেলাশুরু এখনও মুক্তির অপেক্ষায়। তাঁর প্রয়াণে স্মৃতিচারণায় অপরাজিতা আঢ্য, কৌশিক সেন, নন্দিতা রায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

EiSamay.Com 16 Jun 2021, 8:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘ দিন থিয়েটারে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন। সঙ্গীতের প্রতি তাঁর ছিল বিশেষ অনুরাগ। নিজে অসম্ভব ভালো বেহালা বাজাতে পারতেন প্রয়াত অভিনেত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশেষে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অপরাজিতা আঢ্য ও স্বাতীলেখা সেনগুপ্ত। মা ও মেয়ের চরিত্রে ছিলেন তাঁরা।
EiSamay.Com REMEMBARING SWATILEKHA SENGUPTA
অপরাজিতা, কৌশিক,নন্দিতা, সুজয় প্রসাদ (ফাইল ফোটো)

এই বছরই মুক্তির কথা ছিল ‘বেলাশুরু’ ছবির। কিন্তু, কোভিডের কারণে তা পিছিয়ে যায়। সেখানেও মা ও মেয়ের ভুমিকায় স্বাতীলেখা ও অপরাজিতা। তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রী জানান, স্বাতীলেখা সেনগুপ্তকে বেলাশেষেতে যেখানে কনের সাজে সাজানো হয়, সেই দৃশ্যই আজ চোখের সামনে ভেসে উঠছে তাঁর। অভিনেত্রী বলেন, ‘যখনই দেথা হত তখনই হাত ধরে আমার অভিনয়ের প্রশংসাই করতেন। বার বার বলতেন থিয়েটারে অভিনয়ের কথা’। তাঁর আক্ষেপ, ‘বেলাশুরুর প্রিমিয়ারটা আর বেলাশেষের মতো হবে না’। শ্যুটিংয়ে বাধা দিচ্ছে ফেডারেশন, বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আর্টিস্ট ফোরাম

স্বাতীলেখা সেনগুপ্তর শেষ ছবির পরিচালক জুটির একজন নন্দিতা রায়। অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ তিনি। ‘বেলাশেষে’ ও ‘বেলাশুরু’-র দুই প্রাণভোমরাই আজ চির ঘুমের দেশে। অভিনেতা কৌশিক সেনের সঙ্গে সেনগুপ্ত পরিবারের দীর্ঘদিনের যোগাযোগ। তিনি জানান, তাঁর অ্যান্টিগোনি নাটকে অভিনয়ের অনুপ্রেরণা রুদ্রপ্রসাদ ও স্বাতীলেখার অভিনয়।
শিল্পী সুজয়প্রসাদের কথায়, ‘অসম্ভব পরিমিত ছিল তাঁর অভিনয়। পাশাপাশি অসম্ভব পান্ডিত্যের অধিকারি ছিলেন তিনি’। সুজয়ের অনুরোধেই পাঠ করেছিলেন লেডি ম্যাকবেধের একটি অংশ। অভিনেতার কথায় উঠে এল স্বাতীলেখা সেনগুপ্তের ‘শানু রায়চৌধুরী’ নাটকের প্রসঙ্গও। অভিনেত্রী-পরিচালক স্বাতীলেখা সেনগুপ্তকে নিয়ে বলতে গিয়ে সকলেই একমত, পরের প্রজন্মের শিল্পীদের আকুণ্ঠ প্রশংসা করতে পারতেন।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল