অ্যাপশহর

বলিউডে ফের বিয়ের সানাই, সাত পাকে এবার ফারহান-শিবানী!

বছরের শুরুতেই বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই। লিভ ইন সম্পর্ককে এবার বিয়ের পিঁড়ে পর্যন্ত নিয়ে যেতে চলেছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতার এবং মডেল-অভিনেত্রী শিবানী দান্ডেকর। কবে বিয়ের তারিখ?

EiSamay.Com 14 Jan 2022, 3:11 pm
Farhan Akhtar-Shibani Dandekar Wedding: বেশ কয়েক বছর ফারহান আখতার ও শিবানী দান্ডেকর লিভ ইন করছেন। বহু বারই তাঁদের প্রশ্ন করা হয়েছে কবে বিয়ে দিকে পদক্ষেপ করবেন। কিন্তু প্রতিবারই এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কিন্তু হঠাত্‌ করেই সর্বত্র কানাঘুষো শোনা যাচ্ছে একটা চাপা গুঞ্জন। ফেব্রুয়ারি মাসেই নাকি রেজিস্ট্রি বিয়ে করে ফেলছেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। ফারহান (Farhan Akhtar) এবং শিবানীর (Shibani Dandekar)ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরেই ওঁরা বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করছিলেন। ২১ ফেব্রুয়ারি ওঁদের সম্পর্ক এক নতুন মোড় নেবে। সামাজিক নিয়ম মেনে স্বামী-স্ত্রী হবেন ফারহান ও শিবানী।’
EiSamay.Com farhan akhtar and shibani dandekar marriage on february 21
বিয়ে করছেন শিবানী-ফারহান। ছবি: Instagram@faroutakhtar


View this post on Instagram A post shared by Farhan Akhtar (@faroutakhtar)


২০২১ সালে মুক্তি পেয়েছে ফারহান খান অভিনীত ছবি Toofan ছবি। এখন অবশ্য তিনি ব্যস্ত পরিচালক হিসেবে তাঁর পরবর্তী ছবির কাজে। ইনস্টাগ্রাম পোস্টে ফারহান লিখেছিলেন, ‘ডিরেক্টের হিসেবে ফের একবার ফিরছি, এই ঘোষণা করতে দারুণ এক্সসাইটমেন্ট ফিল করছি। দিল চাহতা হ্যায় ২০ বছর পূর্তিতেই এই সুখবর জানানোর বেস্ট দিন বলে মনে করলাম। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাটকে নিয়ে জি লে জারা-র শ্যুটিং শুরু করব ২০২২ সালে। ফের এক পথে নামার জন্য তৈরি।’ এই ছবির গল্প লিখেছেন Zoya Akhtar, Farhan Akhtar এবং Reema Kagti। সব ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে মেগা স্টারার ছবি Jee Le Zaraa।

Lohri 2022: আদুরে আলিঙ্গনে প্রথম লোহরি সেলিব্রেট করলেন ভিকি-ক্যাটরিনা

ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রথম ছবি জি লে জারা!
দীপাবলির দিন তাঁর প্রোডাকশন হাউস Excel Entertainment-এর অফিসে পুজোয় যোগ দিয়েছিলেন ফারহান আখতার। সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তার পরেই নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার Farhan Akhtar। এই ছবি সামনে আসতেই ধর্মের ধ্বজাধারীরা শানিয়ে নিয়েছেন বাক্যবাণ। কিন্তু এতে বিন্দুমাত্র বিচলিত নয় আখতার পরিবার। হ্যাঁ, তাঁরা বিরক্ত বটে। পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ‘আমরা বিশ্বাস করি ঈশ্বর এক। ফারহানের বাবা মুসলিম, মা পার্সি। তিনি খুব ছোট থেকেই দিওয়ালির উত্‌সব পালন করে আসছেন। ফারহানে ঈদ সেলিব্রেট করাটা যেমন স্বাভাবিক, তেমনই দিওয়ালির পুজোয় সামিল হওয়াও খুব স্বাভাবিক। এখানে ট্রোলদের ভূমিকা কোথায়?’



কিছুদিন আগেই একটি সাক্ষাত্‌কারে ফারহান আখতারকে প্রশ্ন করে হয়েছিল সেলেব্রিটি হওয়ার কী কী দায়িত্ব থাকে সমাজের প্রতি। উত্তরে ফারহান বলেন, ‘সেরা মানুষ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাওয়াটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে এই নয় যে আপনি এমন কিছু হওয়ার চেষ্টা করলেন যা আদতে আপনি নন। সবাই ভুল করে। আমিও আমার ভাগের অনেক ভুল করেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক কাজ করার চেষ্টা। আপনি সফল নাও হতে পারেন। কিন্তু এই যে আপনি মনে প্রাণে চেষ্টা করেছিলেন ভালো কিছু করার, সেটাই মানুষের মনে থেকে যাবে।’

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল