অ্যাপশহর

নার্সদের জন্য শর্ট ফিল্ম তৈরি করলেন চিকিৎসকরা

নার্সদের এই লড়াইকে কুর্নিশ জানাতে এগিয়ে এলেন ডাক্তাররা। তাঁদের জন্য তৈরি করলেন অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম ‘চেনা অচেনার ভিড়ে’। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

EiSamay.Com 23 Jun 2021, 11:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারিতে তাঁরা একেবারে প্রথম সারির যোদ্ধা। অসম লড়াইতে প্রাণ হারাতে হয়েছে হাজার হাজার চিকিৎসক-নার্স তথা স্বাস্থ্যকর্মীদের। তবে হাল ছাড়েননি তাঁরা। কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন সময়ে বুজে সেবা করে গিয়েছেন। এবার নার্সদের এই লড়াইকে কুর্নিশ জানাতে এগিয়ে এলেন চিকিৎসকরা। তাঁদের জন্য তৈরি করলেন অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম ‘চেনা অচেনার ভিড়ে’।
EiSamay.Com চেনা অচেনার ভিড়ে
চেনা অচেনার ভিড়ে ( ফাইল চিত্র)

জল্পনার অবসান ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সম্পর্কে সিলমোহর

ছবিটি বানিয়েছেন ডা: দ্বৈপায়ন মজুমদার, ডা: সুশীম মুকুল মিত্র, ডা: শ্রীতমা স্যান্যাল। তাঁদের সঙ্গ দিয়েছেন ডাক্তারি পড়ুয়া ঋত্বিকরাজ দাস। এই ছবি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা এক নার্সের গল্প। যাঁর সামনেই বিয়ে। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, হঠাৎ ছন্দপতন। কোভিড আক্রান্ত হন তিনি। এই অবস্থায় কীভাবে বসবেন বিয়ের পিঁড়িতে?
কোভিড নিয়ে সরকার থেকে বার বার সচেতন করা হলেও সেই নিয়ে এখন কিছু ভ্রান্ত ধারণা থেকেই গিয়েছে। প্রথমত, সামাজিকভাবে আলাদা হয়ে যাওয়া একটি বড় সমস্যা। এ সবই স্থান পেয়েছে ছবিতে। এই রোগকে ভয় না পেয়ে তার মোকাবিলা করা। মনের জোর রাখাই যে আসল মন্ত্র তাই দেখাতে চেয়েছেন এই ছবির মাধ্যমে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল