অ্যাপশহর

আমার ভার্জিনিটি নষ্ট করো, দিশা পাটানির 'দমদম' দাওয়াই!

দিশা ছাড়াও এবার নার্গিস ফকরির নামও ভাবা হয়েছিল।

EiSamay.Com 14 Feb 2017, 5:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে হরেক রকমের উদ্যোগ দেখা যায়। পছন্দের বা ভালোবাসার মানুষটিকে প্রেম নিবেদনে ক্রিয়েটিভিটি-র কমতি থাকে না। প্রেমের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন দেশেও চলে আজব সব প্রথা। কিন্তু, খোদ রাজধানী দিল্লিতেই রয়েছে ভ্যালেন্টাইন্স পালনের আজব প্রথা।
EiSamay.Com Disha Patani Insert
ভার্জিন ট্রি-তে দিশা পাটানির ছবি। সৌজন্যে, পঙ্কজ মহর-এর ইন্সটাগ্রাম


এই প্রথা চলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু কলেজে। এখানে প্রতি বছর ভ্যালেন্টাইন্স পালনে কলেজ ক্যাম্পাসের একটি গাছকে পুজো করা হয়। কলেজ চত্বরে যা পরিচিত ‘ভার্জিন ট্রি’ হিসেবে। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি এই গাছটিতে কোনও অভিনেত্রীকে ‘দমদমী মা’ রূপে পুজো করেন কলেজ পড়ুয়ারা। গাছে অভিনেত্রীর পাশাপাশি অভিনেতার (পড়ুন ব্যাচেলর) ছবি ঝুলিয়ে চলে পুজো।


ছবি সৌজন্য, ফেসবুক

শুধুমাত্র সিঙ্গল পড়ুয়ারাই এই পুজোয় অংশগ্রহণ করতে পারেন। এবং এটা মনে করা হয় যে, এই পুজোয় অংশগ্রহণের ৬ মাসের মধ্যে তাঁদের ভার্জিনিটি থেকে মুক্তি ঘটে। পড়ুয়াদের মতে, ‘দমদমী মা’ রূপে পূজিত অভিনেত্রীকে পার্টনার হিসেবে কল্পনা করেই এই পুজো করা হয়। এ বছরের হিন্দু কলেজের ‘দমদমী মা’ হিসেবে পূজিত হচ্ছেন বলিউড সেনসেশন দিশা পাটানি। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে যাঁর ঝলক দেখে প্রেমে পড়েছেন অগুনতি যুবক।


ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে টপলেস দিশা

কলেজ ছাত্র বৈভব সিং জানিয়েছেন, ‘দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা দিশাকে বেছে নিয়েছেন। দিশা ছাড়াও এবার নার্গিস ফকরির নামও ভাবা হয়েছিল। কিন্তু, দিশা বেশি ভোট পান।’ এর আগে সানি লিওনিকেও ‘দমদমী মা’ রূপে পুজো করা হয়েছে। পুজোর সময় ভার্জিন ট্রি-কে সাজাতে ব্যবহার করা হয় কন্ডোম। মূলত প্রথম বর্ষের পড়ুয়ারাই পুজো করেন।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল