অ্যাপশহর

আচমকা অসুস্থ! অ্যাঞ্জিওপ্লাস্টি করালেন Anurag Kashyap…

চরম ব্যস্ততার মধ্যেই হঠাত্‍ অসুস্থ হয়ে পড়লেন বলিউডের পরিচালক Anurag Kashyap। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিত্‍সকদের পরামর্শে করতে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। কেমন আছেন তিনি? জানুন বিস্তারিত...

EiSamay.Com 27 May 2021, 12:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহশেষে মুম্বইয়ের হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি হল পরিচালক Anurag Kashyap-এর। হঠাত্‍ করেই বুকে ব্যথা শুরু হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে তিনি চিকিত্‍সাধীন।
EiSamay.Com anurag kashyap undergoes angioplasty
আচমকা অসুস্থ! অ্যাঞ্জিওপ্লাস্টি করালেন Anurag Kashyap…


জানা গিয়েছে গত সপ্তাহে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন Anurag Kashyap। নজরআন্দাজ না করে তত্‍ক্ষণাত্‍ চিকিত্‍সকের পরামর্শ নেন তিনি। অ্যাঞ্জিওগ্রাফি করে জানা যায় হার্টের কয়েক জায়গায় ব্লকেজ রয়েছে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় অস্ত্রোপচারের জন্যে।

অনুরাগ কাশ্যপের মুখপাত্রও জানিয়েছেন একই খবর। তিনি আরও বলেন চিকিত্‌সক তাঁকে এক সপ্তাহ পুরো বিশ্রামে থাকতে বলেছেন কাজ শুরু করার আগে।

কর্মক্ষেত্রে অনুরাগ কাশ্যপের হাতে রয়েছে Dobaaraa। Manmarzziyaan-র পরে এই ছবিতে ফের একবার একসঙ্গে কাজ করবেন Taapsee Pannu-র সঙ্গে। তাপসীর সঙ্গে এই চরিত্র প্রধান ভূমিকায় দেখা যাবে পাভেল গুলাটিকেও (Pavail Gulati)। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। মার্চ মাসের শুরুতেই এই সাইফাই থ্রিলারের শ্যুটিং শেষ হয়েছে। বাকি রয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ।

আরও পড়ুন: 'সবচেয়ে বড় নারীবাদী তুমি', MeToo বিরোধিতায় অনুরাগের পাশে তাপসী-স্বরা...

উল্লেখ্য, গত বছরই যৌন নিগ্রহে অভিযুক্ত হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। তবে অনুরাগের বিরুদ্ধে এমন অভিযোগ শুনতে নারাজ ছিলেন প্রাক্তন ও দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী কল্কি কোয়েচলিন। অনুরাগের পাশে দাঁড়িয়ে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কল্কি। তাঁর কথায় অনুরাগ মহিলাদের কাছে একজন চ্যাম্পিয়ান। স্ক্রিন এবং বাস্তব দুই জীবনেই তাই। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিয়ের বন্ধনে ছিলেন তাঁরা।

কল্কি পায়েল ঘোষের অভিযোগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগের পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, 'ট্রোলরা তো ট্রোল করবেই'। একটি বিবৃতি দিয়ে কল্কি লিখেছেন, 'প্রিয় অনুরাগ, সোশ্যাল মিডিয়ার এই সার্কাসে প্রভাবিত হয়ো না। নিজের চিত্রনাট্যে নারী স্বাধীনতার জন্য লড়াই করেছ তুমি। কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবনেও নারীর সম্মান রক্ষা করে গিয়েছ। আমি নিজে তার সাক্ষী। ব্যক্তিগত এবং পেশাদার জীবনে আমাকে নিজের সমকক্ষই ভেবেছ তুমি। বিবাহ বিচ্ছেদের পরও আমার সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছিলে তুমি। সম্পর্কে জড়ানোর আগেও, কাজের জায়গায় যখন নিরাপত্তাহীনতা বোধ করেছি, আমার পাশে দাঁড়িয়েছিলে তুমি। এটা একটা আশ্চর্য সময়, যেখানে পরস্পরকে অপমান করে চলেছি আমরা। মিথ্যে অভিযোগ এনেও পার পেয়ে যাচ্ছে অনেকে, যা অত্যন্ত বিপজ্জনক এবং ঘৃণ্য। এতে পরিবার, বন্ধুত্ব এবং সর্বোপরি দেশের ক্ষতি হচ্ছে।'

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল