অ্যাপশহর

ধর্ষণ এবং ফিরে 'আশা'র গল্প শোনাবে অনীকের নতুন ছবি

কান চলচ্চিত্র উত্স্বে দারুণ সাড়া পেয়েছে তাঁর ছবি ‘স্ত্রীর পত্র’। সম্প্রতি ফ্রান্স থেকে ফিরলেন পরিচালক অনীক চৌধুরী। ফিরেই নতুন ছবির কাজে নেমে পড়লেন তিনি। আগামী ছবির নাম ‘WHITE’।

রজত কর্মকার | EiSamay.Com 5 Sep 2017, 11:28 am
কান চলচ্চিত্র উত্স্বে দারুণ সাড়া পেয়েছে তাঁর ছবি ‘স্ত্রীর পত্র’। সম্প্রতি ফ্রান্স থেকে ফিরলেন পরিচালক অনীক চৌধুরী। ফিরেই নতুন ছবির কাজে নেমে পড়লেন তিনি। আগামী ছবির নাম ‘WHITE’। বাংলাতে ‘অবদাত’। টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির ফার্স্ট লুক প্রকাশিত হচ্ছে চলতি মাসেই।
EiSamay.Com director aneek chaudhuri busy with his next film white
ধর্ষণ এবং ফিরে 'আশা'র গল্প শোনাবে অনীকের নতুন ছবি


হঠাত্‍ এমন ইংরেজি নাম কেন?

অনীক বলেন, ‘আমি মূলত একটা বড় সংখ্যক দর্শেকের কাছে পৌঁছতে চাইছি। বিভিন্ন চলচ্চিত্র উত্সীবে ছবি গেলে সেখানে ইংরেজি নাম দিতেই হয়। তাই এই নাম। এ ছাড়াও আরও কটা বড় কারণ রয়েছে। ছবিটা চূড়ান্ত কালো একটা অধ্যায় থেকে আশার দিকে, আলোর দিকে হাঁটার কথা বলছে। কালো থেকে সাদার দিকে উত্তরণ। তাই হোয়াইট রাখাই স্থির করি।’

অনীক আরও বলেন, ‘ছবিতে তিনটি সাইলেন্ট মুভি দেখা যাবে। যার মূল বিষয়বস্তু ধর্ষণ। তিনটি প্রধান চরিত্র থাকছে যাঁরা প্রত্যেকেই ধর্ষিতা হয়েছেন। কিন্তু হেরে না গিয়ে, ভেঙে না পড়ে এগিয়ে গিয়েছেন আশা নিয়ে। এই মুখ্য চরিত্রে অভিনয় করছেন সায়ন্তী চট্টরাজ, প্রিয়াঙ্কা দে। বাকি একটি মূল নারী চরিত্রে এখনও কাউকে কাস্ট করা হয়নি। স্ত্রীর পত্রে অভিনয় করা কৌশিক রায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এ ছাড়াও কটা চমক থাকছে। সেটা ক্রমশ প্রকাশ্য।’

অনীকের কথায়, ‘কৌশিক এখানে অনেকটা সূত্রধরের ভূমিকায় রয়েছেন। তিনটি মুভিতেই তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। আমি চেয়েছি মূল নারী চরিত্র কাস্ট করার সময় নতুন মুখদেরই বিশেষ ভাবে সুযোগ দিতে। চষ্টা করছি সত্‍ ভাবে একটি ভালো ছবি তৈরি করতে।’

আশা করি আপনি আরও একটি ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারবেন। অপেক্ষায় রইলাম।
লেখকের সম্পর্কে জানুন
রজত কর্মকার

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল