অ্যাপশহর

শ্রেষ্ঠত্বের শিরোপা, জাতীয় পুরস্কারে সম্মানিত বধাই হো পরিচালক অমিত

শুরুতে প্রদীপ সরকারের সঙ্গে কাজ করলেও, ২০০৪ সালে আলেয়া সেন এবং হেমন্ত ভান্ডারির সঙ্গে মিলে নিজের প্রযোজনা সংস্থা Chrome Pictures প্রতিষ্ঠা করেন। বলিউডে পরিচালক হিসেবে তাঁর হাতেখড়ি ২০১৪ সালে বনি কাপুর প্রযোজিত Tevar ছবি দিয়েই।

EiSamay.Com 23 Dec 2019, 3:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার, ২৩ ডিসেম্বর রাজধানীর বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৬তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মান নেন কৃতীরা। এবছরের জাতীয় পুরস্কারের তালিকায় দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে Junglee Pictures এবং Chrome Pictures প্রযোজিত ছবি Badhaai Ho।
EiSamay.Com director amit r sharma receives Best Popular Film Providing Wholesome Entertainment national award for Badhaai Ho
জাতীয় পুরস্কারে সম্মানিত বধাই হো পরিচালক অমিত


এই ছবির জন্যে শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর সম্মান তুলে দেওয়া হয় প্রবীণ অভিনেত্রী সুরেখা সিকরির হাতে। একই সঙ্গে Best Popular Film Providing Wholesome Entertainment-র পুরস্কার তুলে দেওয়া হয় বধাই হো-র পরিচালক অমিত আর শর্মার হাতে।



শুরুতে প্রদীপ সরকারের সঙ্গে কাজ করলেও, ২০০৪ সালে আলেয়া সেন এবং হেমন্ত ভান্ডারির সঙ্গে মিলে নিজের প্রযোজনা সংস্থা Chrome Pictures প্রতিষ্ঠা করেন। বলিউডে পরিচালক হিসেবে তাঁর হাতেখড়ি ২০১৪ সালে বনি কাপুর প্রযোজিত Tevar ছবি দিয়েই।

পরের খবর