অ্যাপশহর

প্রাইভেট জেটের মালিক হলেন 'উড়তা' দলজিত্‍

সাফল্যের সঙ্গে দ্রুত পাল্টাচ্ছে লাইফস্টাইল। গাড়ি নয়, আস্ত প্রাইভেট জেট কিনে চমকে দিলেন পঞ্জাব দা পুত্তর।

EiSamay.Com 20 Apr 2017, 11:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বলিউডে পা রেখেই সুন্দরীদের নজর কেড়েছেন তরুণ অভিনেতা দিলজিত্‍ দোসঞ্ঝ। সাফল্যের সঙ্গে দ্রুত পাল্টাচ্ছে লাইফস্টাইল। গাড়ি নয়, আস্ত প্রাইভেট জেট কিনে চমকে দিলেন পঞ্জাব দা পুত্তর।
EiSamay.Com diljit dosanjh gets a private jet
প্রাইভেট জেটের মালিক হলেন 'উড়তা' দলজিত্‍


'উড়তা পঞ্জাব' আর 'ফিল্লৌরি' ছবিতে অভিনয়ের সুবাদে হিন্দি ছবির জগতে সাড়া ফেলে দিয়েছেন দিলজিত্‍। রাতারাতি দেশজুড়ে হু হু করে বাড়ছে তাঁর জনপ্রিয়তা। উড়তা পঞ্জাব ছবির জন্য সেরা উদীয়মান অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও তিনি জিতেছেন। তার পরেই এসেছে অনুষ্কা শর্মার বিপরীতে ফিল্লৌরি ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ। ছবিটি বক্স অফিসে তেমন সুবিধা করে উঠতে না পারলেও প্রশংসিত হয়েছে দিলজিতের কাজ।

সাফল্যের ঝলকানি দ্রুত পাল্টে দিচ্ছে পঞ্জাবের এই তরুণের জীবনযাত্রা। দেশি-বিদেশি গাড়ি বা বাইক নয়, সম্প্রতি প্রাইভেট জেট কিনে চমকে দিয়েছেন দিলজিত্‍। বিমান কিনে তিনি এতই খুশি যে টুইটারে তার ছবি পোস্ট করে লিখেছেন, 'প্রাইভেট জেট দিয়েই শুরু নয়া শুরুয়াত!'

নিজের পরের ছবি সম্পর্কে ্ভিনেতা জানিয়েছেন, উড়তা পঞ্জাবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ছবির নির্মাতা তৈরি করতে চলেছেন 'সুপার সিং'। শোনা যাচ্ছে, পঞ্জাবি সুপারহিরো নির্ভর ছবিটিতে অভিনয়ের জন্য অনুষ্কা শর্মার সঙ্গে কথাবার্তা চলছে।

# Actor Diljit Dosanjh is a proud winner of a private jet.
# He posted a tweet saying, “New Beginning Starts With Private Jet”.

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল