অ্যাপশহর

তাহলে এতদিন কেন প্রশ্ন ওঠেনি

এই মুহূর্তে যে বাংলা ছবি নিয়ে চর্চা আর বিতর্ক তুঙ্গে সেটি ‘ধনঞ্জয় ’৷ ‘এসভিএফ ’ প্রযোজিত অরিন্দম শীল পরিচালিত এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে মুক্তির দিন ঘোষণা হওয়ার পর থেকেই৷

Ei Samay 8 Aug 2017, 1:51 pm
ধর্ষণকারীকে নিয়ে সিনেমা বানানো সম্বন্ধে যে প্রশ্নগুলি উঠছে , তার জবাবে অরিন্দম শীল।—ভাস্বতী ঘোষ
EiSamay.Com dhananjoy runs into censor hurdle fate hangs in balance
তাহলে এতদিন কেন প্রশ্ন ওঠেনি


এই মুহূর্তে যে বাংলা ছবি নিয়ে চর্চা আর বিতর্ক তুঙ্গে সেটি ‘ধনঞ্জয় ’৷ ‘এসভিএফ ’ প্রযোজিত অরিন্দম শীল পরিচালিত এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে মুক্তির দিন ঘোষণা হওয়ার পর থেকেই৷ সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শক থেকে সাংবাদিক অনেকেরই বক্তব্য , পরিচালক একজন ধর্ষণকারী বা খুনিকে সমর্থন করে একটি ছবি বানাচ্ছেন , সমাজের ওপরে যার প্রভাব কখনও ভালো হতে পারে না৷ যাঁরা এমন মন্তব্য করছেন , তাঁদের উদ্দেশে পরিচালকের কী উত্তর ? অরিন্দম বলছেন, ‘আমি উত্তর দিয়ে এদের কোনও গুরুত্ব দিতে চাই না৷ তাও যখন জিজ্ঞেস করছেন বলি , প্রভু ওদের ক্ষমা করো, ওরা জানে না কী বলছে ! গত পাঁচ বছরে যেসব ছবি বানিয়েছি , তাতে এ কথা পরিষ্কার হয়ে গিয়েছে , আমি একজন দায়িত্ববান পরিচালক৷ যখন এমন বিষয় নিয়ে ছবি করছি , তখন হাতে নিশ্চয়ই এমন কিছু এসেছে , যা থেকে মনে হয়েছে , একটা ছবি তৈরি হতে পারে৷ কিন্ত্ত সে ছবি এখনও কেউ দেখেননি৷ এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা কোনও বিষয়ে সম্পূর্ণভাবে না জেনেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে আনন্দ পান৷ আর সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার জন্য তাঁদের দারুণ তাড়াও থাকে! একটা জিনিস ভালো করে দেখে -বুঝে তারপর মন্তব্য করার ধৈর্য তাদের নেই৷ এমন মানুষদের মন্তব্যে আমার অন্তত কিছু যায় আসে না !’

এ কথা বলার পাশাপাশি অরিন্দম পরিষ্কার করে দিতে চান, এ ছবি যেভাবে তৈরি করা হয়েছে , সেখানে কোনওভাবেই আদালতের অবমাননা করা হয়নি বা কোনও ধর্ষণকারীকে সমর্থন করা হয়নি৷ অরিন্দমের কথায় , ‘যে কোনও ধর্ষণকারীর চূড়ান্ত শাস্তি হওয়া উচিত বলেই আমি মনে করি৷ ধনঞ্জয় যদি ধর্ষণকারী হয় , তা হলে তার চূড়ান্ত শাস্তি হয়ে ঠিকই হয়েছে৷ কিন্ত্ত যেভাবে এই ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল , সেই পদ্ধতি কি ঠিক ছিল? ছবির জন্য গবেষণা করতে গিয়ে যে তথ্য উঠে এসেছে , তাই দেখানো হয়েছে ছবিতে৷ তার ফলেই নানা প্রশ্ন উঠেছে৷ সেই প্রশ্নের উত্তর দেবেন দর্শকই৷ ছবিটা দেখার পর৷ ’

প্রসঙ্গত ছবির মুক্তির ঠিক আগে ধনঞ্জয়ের পরিবার থেকেও এই ছবির বিষয়ে আপত্তি জানানো হয়েছে বলে খবর৷ সে প্রসঙ্গে পরিচালক বলছেন , ‘ছবিটা যখন ঘোষণা হয়েছিল , তখন কারও কোনও আপত্তি ছিল না৷ ধনঞ্জয়ের পরিবার থেকে কেউ তাঁদের আপত্তির কথাও সরাসরি আমায় জানায়নি৷ এমনকী এখন যাঁদের মনে হচ্ছে , এমন বিষয় নিয়ে ছবি তৈরি করা উচিত নয় , তাঁরাও এতদিন চুপ ছিলেন ! সকলের সমস্যা শুরু হল ছবির ঠিক মুক্তির আগে৷ এর থেকে এটাই প্রমাণিত হয় , নিজেদের কিছু স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কেউ -কেউ ধনঞ্জয়ের পরিবারকে ব্যবহার করতে চাইছেন৷ ’ তবে পরিচালকের কথা থেকে স্পষ্ট , এতে প্রযোজনা সংস্থা বা তিনি , কেউই বিচলিত নয়৷ তাঁদের একটাই লক্ষ্য , আগামী শুক্রবার ‘ধনঞ্জয় ’-এর মুক্তি৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল