অ্যাপশহর

মুখ্যমন্ত্রীকে নিয়ে ভুল তথ্য! বিতর্কে দেবলীনা

বিয়ের সাত মাসের মধ্যে ছবি দিয়ে বির্তকে জড়ালেন দেবলীনা কুমার। বৃহস্পতিবার সকালে নিজের বিয়ের ছবি দেন দেবলীনা কুমার তাতে মুখ্যমন্ত্রীকে 'হেড অফ দ্য স্টেট'লেখায় নেটনাগরিকদেের কটাক্ষের শিকার হন অভিনেত্রী।

EiSamay.Com 29 Jul 2021, 5:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নিজের বিয়ের ছবি পোস্ট করে কটাক্ষের শিকার দেবলীনা কুমার। বিপত্তি বাঁধে বিয়ের ছবিতে মুখ্যমন্ত্রীর পদমর্যাদা নিয়ে। দেবলীনার একটি ছবি শেয়ার করেন, যেখানে ছাদনাতলায় বসে আছেন গৌরব- দেবলীনা আর আর্শীবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই দেবলীনা লেখেন ‘হেড অফ দ্য স্টেট’। পরে অবশ্য ভুল শুধরে নেন দেবলীনা।
EiSamay.Com DEVLINA KUMAR WEDDING
বিয়ের ছবি দিয়ে কটাক্ষের শিকার দেবলীনা কুমার (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)


View this post on Instagram A post shared by Devlina Kumar (@devlinakumar)

২০২০ সালে ৯ ডিসেম্বর অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে বিয়ে করেন দেবলীনা। সুখেই ঘর করছেন দেবলীনা –গৌরব। কিন্তু, বৃহস্পতিবার তাঁদের বিয়ের ছবি পোস্ট করেন দেবলীনা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তাতেই মুখ্যমন্ত্রীকে 'হেড অফ দ্য স্টেট' লেখেন দেবলীনা। তাতেই শুরু হয় বির্তকের। 'হেড অফ দ্য স্টেট' বা রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল হন, মুখ্যমন্ত্রী হলেন চিফ মিনিস্টার একজন নেটনাগরিক ভুল ধরিয়ে দেন দেবলীনাকে। পরে ভুল শুধরে নেন দেবলীনা।
উচ্ছেবাবুর প্রেমিকার ছবি প্রকাশ্যে!
তাতে অবশ্য বিতর্ক থামাতে পারেননি দেবলীনা। জ্ঞান-পড়াশোনা নিয়ে প্রশ্ন তোলেন বেশ কয়েকজন নেটনাগরিক। পাশাপাশি নুসরতের বিয়ের প্রসঙ্গ টেনে এনে ট্রোল করেন তাঁকে। কেউ কেউ আবার কটাক্ষের সুরে বলেছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী বিয়েতে গিয়ে পুরুতগিরি করছে, এমন দেশের অন্য কোনও রাজ্যে নেই, সত্যি এগিয়ে বাংলা’।
ব্যবধান বাড়াচ্ছে ‘মিঠাই’, সৌগুনের মিলনের দৌলতে দুইয়ে ‘খড়কুটো’

কেউ কেউ আবার লিখলেন অতিথিকে না দেখে গিফ্টের দিকে নজর দেবলীনার। তবে সে সব কমেন্টের জবাবও দেন দেবলীনা। দেবলীনার বাবা দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভার বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। বিয়ের এতদিন কেটে গিয়ে উটকো বির্তকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে অভিনেত্রী। এই মুহূর্তে দেবলীনাকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’ শো-তে নৃত্য গুরুর ভূমিকায়।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল