অ্যাপশহর

দেব এবার ‘ককপিটে’

তাঁর প্রযোজনায় দু’টি ছবি মুক্তির অপেক্ষায়৷ তার মধ্যেই তৃতীয় ছবি ঠিক করে ফেললেন দেব৷

EiSamay.Com 22 Apr 2017, 10:29 am
তাঁর প্রযোজনায় দু’টি ছবি মুক্তির অপেক্ষায়৷ তার মধ্যেই তৃতীয় ছবি ঠিক করে ফেললেন দেব৷ এবার তিনি বিমানচালক৷ লিখছেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com dev turns producers for his two upcoming films
দেব এবার ‘ককপিটে’


বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনিই এমনই এক সুপারস্টার যিনি কখন কী করে ফেলবেন, আগে থেকে বলা যায় না৷ দীর্ঘদিন ধরে তাঁকে কাছ থেকে দেখছেন যাঁরা, তাঁরা জানেন, তিনটে সিগনেচার রয়েছে এই নায়কের-১৷ মনভোলানো হাসি৷ গত দশ বছরে যা বদলায়নি এতটুকু৷ ২৷ ঝুঁকি নেওয়ার ক্ষমতা৷ ৩৷ প্রতিটি পদক্ষেপে তিনি তাক লাগিয়ে দিতে পছন্দ করেন৷

এই যেমন হঠাত্ দীপক অধিকারীর আগে ‘সাংসদ’ জুড়ে গেল৷ ‘জুলফিকার’ ছবিতে এমন চরিত্রে অভিনয় করলেন যার মুখে কোনও সংলাপ নেই৷ আবার ঠিক করলেন ‘ধুমকেতু’ ছবির অন্যতম প্রযোজক হবেন৷ তারপর নিজের প্রযোজনায় ‘চ্যাম্প’ তৈরি করলেন৷ আর?

বৃহস্পতিবার বেশ রাতের দিকে নায়কের গলায় উত্তেজনা৷ বলছেন, ‘‘দেব এন্টারটেনমেন্ট ভেনচার’-এর নতুন ছবি শুরু করছি৷ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়৷’ আপনি যেসব ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত তার একটিও মুক্তি পায়নি এখনও৷ এরই মধ্যে নতুন ছবি শুরু করার সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসের অভাব হল না? দেব বলছেন, ‘না৷ কারণ পরিচালকের নাম কমলেশ্বর মুখোপাধ্যায়৷ একজন পাইলটের জীবনের গল্প৷ গত কয়েকমাসে ‘এই সময়’ কাগজে বেশ কিছু খবর পড়েছি- বিমান ভেঙে পড়ার খবর বা কোনও দুর্ঘটনার মুখে পড়েও শেষ পর্যন্ত বিমানের রক্ষা পাওয়ার খবর৷ মাঝেসাঝেই বিমান এয়ারপকেটে পড়ে যায়৷ তখন যে পাইলটের মনের অবস্থা কীরকম হয়, তা নিয়ে আমরা খুব একটা ভাবি না৷ কিন্ত্ত যদি ভাবতে শুরু করেন দেখবেন, একজন পাইলটের জীবন কেমন, সে সম্পর্কে আমাদের আগ্রহ থাকলেও, আমরা খুব কম জানি৷ সেই জায়গা থেকেই মনে হল ‘ককপিট’ তৈরি করতে চাই৷’ ‘ককপিট’ ছবির ওয়ার্কিং টাইটেল৷ এই ছবিতে পাইলটের ব্যক্তিগত জীবনের গল্পও ধরা থাকবে৷ দু’ জন নায়িকা থাকবেন ছবিতে৷ একজন পাইলটের স্ত্রী-র ভূমিকায় অভিনয় করবেন৷ অন্যজন কেবিন ক্রু৷ তা হলে এই ছবিতেও কি থাকছেন রুক্মিণী? প্রশ্ন শেষ করার আগেই দেব বলছেন, ‘নায়িকা কে হবেন ঠিক হয়নি৷ তবে নতুন কোনও মুখকে আমরা সুযোগ দিতে চাই এই ছবিতে, যেমন ‘চ্যাম্প’ ছবিতে রুক্মিণী রয়েছেন৷’ ছবির শ্যুটিং শুরু হবে আগামী মাসের শেষে বা জুন মাসের গোড়ায়৷

কিন্ত্ত এমন ছবি তৈরি করার জন্য চাই দীর্ঘ সময়ের গবেষণা৷ মুখ্য অভিনেতাকে বিশেষ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে নিশ্চয়ই? কমলেশ্বর মুখোপাধ্যায় বলছেন, ‘বর্ষা আসার ঠিক মুখে মুম্বই বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে একটি বিমান এসে পৌঁছনোর গল্প এটি৷ বিমান ওড়ার পর প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন পাইলট৷ শেষ পর্যন্ত তিনি কি সফলভাবে বিমানটি নিয়ে পৌঁছতে পারবেন কলকাতা বিমানবন্দরে? সে উত্তরই থাকবে ছবির ক্লাইম্যাক্সে৷ গত ছ’ মাস ধরেই আমরা গবেষণা করছি এই বিষয়টি নিয়ে৷ আমাদের গবেষণায় সাহায্য করেছেন এক্স কমান্ডার ইন চিফ ক্যাপ্টেন নন্দী৷ ছবিতে অভিনয় করার জন্য দেব বিশেষ ট্রেনিং নিচ্ছে৷’ দেব বলছেন, ‘শুধু অভিনেতা কেন? পরিচালক, সিনেমাটোগ্রাফার সকলকেই ট্রেনিং নিতে হবে৷ আমি দিল্লিতে সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি৷ দুর্গাপুর, কলকাতা, মুম্বই বিমানবন্দরে শ্যুটিং হবে৷ একটি বিমান প্রয়োজন শ্যুটিংয়ের জন্য৷ শনিবার (মানে আজ) পৌঁছে যাব দুর্গাপুর বিমানবন্দরে৷ ছবির রেকি করতে৷’

পরিচালকের কথা থেকেও স্পষ্ট বর্তমান সময়ে ক্রমাগত বেড়ে চলা বিমান দুর্ঘটনার খবর পড়তে-পড়তেই তাঁর মনে হয় ‘ককপিট’ তৈরি করতে পারেন৷ প্রসঙ্গত কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে দেবের রসায়নে যে সোনা ফলে, তার সাক্ষী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি৷ ‘চাঁদের পাহাড়’ ঝড় তুলেছিল বক্স অফিসে৷ পুজোয় আসছে ‘অ্যামাজন অভিযান’৷ এরই মধ্যে দু’জনের হ্যাটট্রিক ফিল্ম ‘ককপিট’-এর ঘোষণাও হয়ে গেল৷
কথা শেষ করার আগে দেব বলছেন, ‘ভীষণ উত্তেজিত আমি৷ পাইলটের চরিত্র আমি আগে কখনও করিনি...’

কেন দেব?
কমলেশ্বর: প্রথমত, দেব এখন অনেক পরিণত৷ দ্বিতীয়ত, নিজের অভিনয়ের ধারা সম্পূর্ণ বদলে ফেলেছে শেষ মুক্তিপ্রাপ্ত কিছু ছবিতে৷ তৃতীয়ত, কাজের প্রতি নিষ্ঠায় টালিগঞ্জের অনেক অভিনেতাকে পিছনে ফেলতে পারে৷ যখন যে ছবিটা করে তার মধ্যে ডুবে যায়৷ আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হল, দেবের সুদর্শন চেহারা রয়েছে বলেই, অনেকরকম রূপ দেওয়া যায়, যা অন্য অভিনেতাকে দেওয়া যায় না৷ পাইলট রূপে ওকে বিশ্বাসযোগ্য লাগবে, সেটা আঁচ করতে পারছি৷ সে কারণেই ছবির ভাবনা নিয়ে ওর কাছে যাই৷ গল্প শুনে ও এই ছবি প্রযোজনা করতে চায়৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল