অ্যাপশহর

‘ভক্তদের’ বিরোধিতার জের, কমছে ছাপাকের রেটিং!

ফিল্ম সমালোচকদের অকুন্ঠ প্রশংসা পাওয়া পরও IMDb-র মতো ওয়েবসাইটে রেটিং ৪-এ নেমে আসায় অনেকে দীপিকার বিরুদ্ধে অন্তর্ঘাতের গন্ধ পাচ্ছেন। এর বিরুদ্ধে গর্জে উঠেছেন বহু ট্যুইটার ব্যবহারকারীও। কী বললেন তাঁরা? দেখে নিন এক ঝলকে...

EiSamay.Com 13 Jan 2020, 4:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জওহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি ছবির মুক্তি আগে। কেউ কেউ তাঁর এই পদক্ষেপকে প্রচারের অংশ বলেছিলেন, আবার কেউ তাঁর তীব্র সমালোচনাও করেছিলেন। শাসক দলের রোষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ছবি বয়কট করার রবও উঠেছিল। এই সবের মধ্যেই ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোনের Chhapaak ছবিটি। কিন্তু মুক্তির তিন দিন পর সামনে উঠে আসছে আরও অসঙ্গতি।
EiSamay.Com Deepika Padukone starrer Chhapaak’s IMDb rating falls to 4.4 twitter suspects foul play
কমছে ছাপাকের রেটিং!


দীপিকার উপর আক্রোশ মেটাতে কেউ কেউ Chhapaak ছবির IMDb রেটিংয়ের দিকেও হাত বাড়িয়েছেন। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট IMDb-তে এখনও পর্যন্ত Chhapaak ছবিটি মোট ৬৯০০ ভোট পেয়েছে। তার মধ্যে প্রায় ৪০০০ হাজারটি ভোট মাত্র ১ পয়েন্ট রেটিং পেয়েছে। এর ফলে গড় রেটিং নেমে এসেছে ৪.৪ স্টারে। অন্যদিকে অজয় দেবগণের Tanhaji: The Unsung Warrior গড় ৮.৮ স্টার রেটিং পেয়েছে।

ফিল্ম সমালোচকদের অকুন্ঠ প্রশংসা পাওয়া পরও IMDb-র মতো ওয়েবসাইটে রেটিং ৪-এ নেমে আসায় অনেকে দীপিকার বিরুদ্ধে অন্তর্ঘাতের গন্ধ পাচ্ছেন। এর বিরুদ্ধে গর্জে উঠেছেন বহু ট্যুইটার ব্যবহারকারীও। কী বললেন তাঁরা? দেখে নিন এক ঝলকে...




পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল