অ্যাপশহর

‘আমার বিরুদ্ধে মিথ্যে কুত্‍সা রটানো হচ্ছে’, পালটা অভিযোগ ঊর্মিলার

ঊর্মিলা মাতন্ডাকারের বিরুদ্ধে বিজেপি কর্মী অভিযোগ দায়ের করেছিলেন, তিনি নাকি হিন্দু ধর্ম বিরোধী মন্তব্য করেছেন। অতঃপর... কোন দিকে গড়াল জল... জানুন কী বললেন অভিনেত্রী...

EiSamay.Com 8 Apr 2019, 4:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে করা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কংগ্রেস প্রার্থী অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার। জানালেন তাঁর নামে অযথা কুত্‍সা রটানোর জন্যেই এই অভিযোগ করা হয়েছে। বিজেপি কর্মী সুরেশ নাখুয়া তাঁর লিখিত অভিযোগে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী এবং এক প্রবীণ সাংবাদিকের নামও করেছেন।
EiSamay.Com congress candidate urmila matondkar says bjp has targeted her and all accusations are bogus and baseless
পালটা অভিযোগ ঊর্মিলার


ঊর্মিলা একটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়েছেন, যে সাক্ষাত্‍কারের প্রসঙ্গ তুলে এই অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে তিনি বলেছিলেন, বিজেপি হিন্দু ধর্মের নামে বিভাজন এবং হিংসার রাজনীতি খেলছে। মানুষকে বিভ্রান্ত করে মহান ধর্মের নাম কলংকিত করছে।

বিজ্ঞপ্তিতে ঊর্মিলা বলেন, হিন্দু ধর্ম শান্তি, অহিংসাকে প্রাধান্য দেয়। ‘আমি সেই হিন্দু ধর্মে বিশ্বাস করি যে ধর্ম আমাকে শিখিয়েছে সারা বিশ্ব আমার পরিবার। এবং অহিংসাই পরম ধর্ম।’

মহারাষ্ট্রে কংগ্রেস মুখপাত্র সচিন সাওয়ান্ত জানিয়েছেন, বিজেপি ঊর্মিলা মাতন্ডকারকে ভয় পাচ্ছে। তাই এই ধরনের কুত্‍সা রটাচ্ছে। সোমবার মুম্বই উত্তর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন অভিনেত্রী। ভোট ২৯ এপ্রিল।

পরের খবর