অ্যাপশহর

মেয়ের সাফল্য চোখে জল এনে দিল চাঙ্কির!

চাঙ্কি পান্ডে জানান, ‘ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখত অনন্যা। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাক্টিস করত, ফিল্মফেয়ার হাতে পেলে কী করবে, কী বলবে… অবশেষে ওর এই স্বপ্ন সফল হল। আমার বাড়িতেও ফিল্মফেয়ারের ট্রফি আসল।'

EiSamay.Com 17 Feb 2020, 3:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রাখেন চাঙ্কি পান্ডের মে অনন্যা পান্ডে। Student of the Year 2-ই ছিল তাঁর প্রথম হিন্দি ছবি। আর এই ছবির দৌলতেই অনন্যার হাতে উঠে এল জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার। পেলেন শ্রেষ্ঠ নবাগতার খেতাব। মেয়ের জীবনের এমন এক মুহূর্তে অবশ্য পাশে থাকতে পারেননি বাবা চাঙ্কি পান্ডে। যেতে পারেননি গুয়াহাটি।
EiSamay.Com Chunky Panday on Ananya Panday’s Filmfare win
ফিল্মফেয়ার হাতে অনন্যা


তবে মেয়ের পুরস্কার জেতার খবর পেয়েই উচ্ছ্বসিত চাঙ্কি পান্ডে একটি সাক্ষাত্‍কারে খুলে বললেন মনের কথা। বললেন, ‘আমার অভিনয় জীবনের ৩৪ বছরে চারবার মনোনীত হয়েছিলাম ফিল্মফেয়ার পুরস্কারের জন্যে। তেজাব, আঁখে, হাউসফুল এবং আপনা সপ্না মনি মনি ছবির জন্যে। কিন্তু একবারও পুরস্কার আমার হাতে ওঠেনি। তাই প্রথম ছবিতেই যখন অনন্যা মনোনয়ন পেল আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর যখন ও এই পুরস্কার জিতে নিল, তখন নিজের চোখের জল আটকে রাখতে পারিনি। বিশ্বাসই করতে পারছিলাম না। তবে হ্যাঁ, এই পুরস্কারের যোগ্য ছিল ও।’

চাঙ্কি পান্ডে জানান, ‘ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখত অনন্যা। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাক্টিস করত, ফিল্মফেয়ার হাতে পেলে কী করবে, কী বলবে… অবশেষে ওর এই স্বপ্ন সফল হল। আমার বাড়িতেও ফিল্মফেয়ারের ট্রফি আসল।'

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল