অ্যাপশহর

২০২২-এ স্বমহিমায় ফিরছে BAFTA

২০২০ সালের করোনার প্রকোপে পিছিয়ে গিয়েছিল বিনোদন জগতের একাধিক পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরেও তার কোনও হেরফের হয়নি। তবে জানা গেল আগামী বছর অর্থাত্‍ ২০২২ সালে নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে British Academy of Film and Television Awards (BAFTA)। জানুন...

EiSamay.Com 22 Jun 2021, 9:59 am
এই সময় ডিজিটাল ডেস্ক: British Academy of Film and Television Awards (BAFTA)-র বড় ঘোষণা। ২০২২ সালের অ্যাওয়ার্ড সেরিমনি হবে আগামী বছর ১৩ মার্চ। বাফতা-র তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী ইউকে-তে এই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার হবে BBC One-এ। করোনা অতিমারির কোপে পড়ে এবছর চিরাচরিত তারিখে হয়নি BAFTA। হয়েছিল এপ্রিল মাসে। আগামী বছর অ্যাওয়ার্ড সেরিমনির তারিখ ঘোষণা হলেও কোন প্রেক্ষাগৃহে হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে গত বেশ কয়েক বছর ধরে Royal Albert Hall-এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
EiSamay.Com british academy of film and television awards sets date for 2022 award ceremony
২০২২এ বাফতা


২০২১ সালে BAFTA অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের শিরোপা পেয়েছিলেন Chole Zhao তাঁর Nomadland ছবির জন্য। ওই একই ছবির জন্য়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন Frances McDormand। The Father ছবির জন্যে সেরা অভিনেতা নির্বাচিত হন কিংবদন্তী অভিনেতা Anthony Hopkins।

View this post on Instagram A post shared by BAFTA (@bafta)


View this post on Instagram A post shared by BAFTA (@bafta)


২০২২ সালের BAFTA পুরস্কারের সম্পূর্ণ সূচী এবং পুরস্কারের তথ্য আগামীদিনে ঘোষিত হবে বলেই জানিয়েছে ব্রিটিশ আকাডেমি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল