অ্যাপশহর

বলিউডে বাজপেয়ীর বায়োপিক! প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে কে?

প্রাক্তন প্রধানমন্ত্রী যেমন সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ভক্ত ছিলেন আবার দিলীপ কুমার ছিলেন তাঁর প্রিয় অভিনেতা।

EiSamay.Com 17 Aug 2018, 3:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: '৬৫ বছরের পুরনো বন্ধু চলে গেল।' প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণের পর প্রতিক্রিয়ায় বলেছিলেন লালকৃষ্ণ আডবানি। শুধু মতাদর্শের মিল নয়, বাজপেয়ী আর আডবানির মধ্যে মিল ছিল আরেকটি বিষয়েও- শিল্পকলা ও সিনেমা। দুই রাজনীতিকের সিনেমা-প্রেম গোপন নয়।
EiSamay.Com অটলবিহারী বাজপেয়ী। ফাইল ফটো
অটলবিহারী বাজপেয়ী। ফাইল ফটো


প্রাক্তন প্রধানমন্ত্রী যেমন সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ভক্ত ছিলেন আবার দিলীপ কুমার ছিলেন তাঁর প্রিয় অভিনেতা। আবার হেমা মালিনীর 'সীতা অউর গীতা' ছবিও পছন্দ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। BJP সাংসদ হেমা মালিনীর সঙ্গে আলাপচারিতায় উঠে আসত সেই প্রসঙ্গও। বিভিন্ন সাক্ষাৎকারে সেকথা স্বীকার করেছেন অভিনেত্রী নিজেও।

আরও পড়ুন: ‘গোয়ায় টি শার্ট-ট্রাউজারে বাজপেয়ী, কেউ চিনতেই পারেনি’

আরেক BJP নেতা ও অভিনেতা শত্রুঘ্ন সিনহাকেও পছন্দ করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী। 'আমি জীবনের সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছি অটল'জি ও আডবানি'জির থেকে। ওনারা শুধু আমার রাজনৈতিক জীবন নয়, জীবনের গুরুও।' জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান শত্রুঘ্ন সিনহা। অটলবিহারী বাজপেয়ীর বায়োপিকে কাজ করতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ।

আরও পড়ুন: শেষযাত্রায় বাজপেয়ী, মানুষের ঢল রাস্তায়

বিভিন্ন মহলে জল্পনা শীঘ্রই প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়োপিকের উপর কাজ শুরু হবে। বলিউডের এক প্রযোজনা সংস্থা এই নিয়ে চিন্তাভাবনাও করছে বলে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর চরিত্রে কাকে বেছে নেওয়া হবে, তা নির্দিষ্ট নয়। কানাঘুষো শোনা যাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রের জন্য অভিনেতা পরেশ রাওয়াল কিংবা অক্ষয় কুমারের সঙ্গে কথা বলা হতে পারে। এরমধ্য়ে পরেশ রাওয়াল ইতিমধ্য়েই প্রধানমন্ত্রী মোদীর বায়োপিকে অভিনয় করছেন।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল