অ্যাপশহর

'ব্ল্যাক উইডোস' এবার হিন্দিতে, পরম-রাইমা-স্বস্তিকাকে নিয়ে সিরিজের দায়িত্বে বিরসা

যেহেতু সিরিজটি পৃথিবীজুড়ে চর্চিত, তাই দেশজুড়ে এই ওয়েব সিরিজ দেখার জন্য অপেক্ষায় থাকবেন দর্শক, এমন আশা প্রযোজকের। জানা গিয়েছে, মুম্বই-গোয়ায় শ্যুটিং করার পদ্ধতি এখন জটিল।

EiSamay.Com 13 Aug 2020, 4:46 pm

হাইলাইটস

  • তুলনায় বাংলায় অনেক স্বচ্ছন্দে কাজ হচ্ছে। তাই এবার ওয়েব সিরিজটির শ্যুটিং মুম্বই থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
  • তবে কলকাতায় চমকপ্রদ কাস্টিং নিয়ে ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে।
  • ওয়েব সিরিজটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। সম্প্রতি 'মাফিয়া' পরিচালনা করে প্রশংসা পেয়েছেন তিনি।
EiSamay.Com স্বস্তিকা ও পরমব্রত
স্বস্তিকা ও পরমব্রত
ভাস্বতী ঘোষ
বিরসা দাশগুপ্তের পরিচালনায় কলকাতা শহরে শ্যুটিং হবে 'ব্ল্যাক উইডোস'-এর। মুম্বই-গোয়াতে শ্যুটিং হওয়ার কথা ছিল এই জনপ্রিয় ওয়েব সিরিজের। ভেনিতা ওজোলস গ্রাহাম পরিচালিত জনপ্রিয় টেলিভিশন সিরিজটিই এবার হিন্দিতে হতে চলেছে। সেই সিরিজের শ্যুটিং হবে ভারতে। যেহেতু সিরিজটি পৃথিবীজুড়ে চর্চিত, তাই দেশজুড়ে এই ওয়েব সিরিজ দেখার জন্য অপেক্ষায় থাকবেন দর্শক, এমন আশা প্রযোজকের।

জানা গিয়েছে, মুম্বই-গোয়ায় শ্যুটিং করার পদ্ধতি এখন জটিল। করোনার আবহাওয়াতেই নানা বাধ্য-বাধকতা রয়েছে শ্যুটিং নিয়ে। তুলনায় বাংলায় অনেক স্বচ্ছন্দে কাজ হচ্ছে। তাই এবার ওয়েব সিরিজটির শ্যুটিং মুম্বই থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই সিরিজের পিছনে রয়েছে তাবড় প্রযোজনা সংস্থা। যদিও এই ওয়েব সিরিজ নিয়ে প্রযোজক থেকে পরিচালক সকলেই গোপনীয়তা রক্ষা করছেন।

তিন নারীর জীবনের গল্প রয়েছে সিরিজে। তাঁরা একে অপরের প্রিয় বন্ধু। তাঁদের স্বামীরা একই অফিসে কাজ করেন। কিন্তু তিন বান্ধবীর কেউই বিবাহিত জীবনে খুশি নন। একটি বোটিং ট্রিপে বিস্ফোরণের কারণে তিনজনেরই স্বামী মারা যায়। তার পরই তিন বান্ধবীর জীবনে আসে বিরাট পরিবর্তন। এমনই কনসেপ্টে সিরিজ হতে চলেছে 'ব্ল্যাক উইডোস'।

তবে কলকাতায় চমকপ্রদ কাস্টিং নিয়ে ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন দু'জনে থাকছেন। রাজেশ শর্মা, শ্রুতি ব্যস, আমির আলি, সব্যসাচী চক্রবর্তী-ও থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আবার মুম্বই থেকে শহরে উড়ে আসছেন শরদ কেলকার, মোনা সিং, শমিতা শেট্টি।

ওয়েব সিরিজটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। সম্প্রতি 'মাফিয়া' পরিচালনা করে প্রশংসা পেয়েছেন তিনি। এটি বিরসার দ্বিতীয় হিন্দি ওয়েব সিরিজ। চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন শুভঙ্কর ভড়। কলকাতা এবং শহরের আশেপাশে কিছু লোকেশনে ওয়েব সিরিজের শ্যুটিং হবে। বিরসাকে যোগাযোগ করা হলেও, তাঁর থেকে কিছু জানা যায়নি। অর্থাৎ এই প্রোজেক্ট নিয়ে গোপনীয়তা রয়েছে চূড়ান্ত পর্যায়ে। হবে নাই বা কেন? করোনার পর বাংলায় শ্যুটিং হওয়া প্রোজেক্টগুলোর মধ্যে এটি বাজেট এবং কনসেপ্ট, দুই নিরিখেই বড় নিঃসন্দেহে।

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে undefined

আরও পড়ুন: নুসরত-কৌশানী থেকে শ্রাবন্তী-মিমি, দেখুন টলি তারকাদের জমজমাট জন্মাষ্টমী!

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল