অ্যাপশহর

‘বিসর্জন’-এ আগমনী বাজল WBFJA-এর মঞ্চে

আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ২৫তম বিবাহবার্ষিকী। অতিথি-অভ্যাগতদের শুভেচ্ছা পাওয়ার আগেই রবিবারের সকালে একরাশ উপহার এবং পুরস্কার পেলেন কৌশিক।

EiSamay.Com 14 Jan 2018, 4:06 pm
রজত কর্মকার
EiSamay.Com bisarjan won many awards at wbfja
‘বিসর্জন’-এ আগমনী বাজল WBFJA-এর মঞ্চে


আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ২৫তম বিবাহবার্ষিকী। অতিথি-অভ্যাগতদের শুভেচ্ছা পাওয়ার আগেই রবিবারের সকালে একরাশ উপহার এবং পুরস্কার পেলেন কৌশিক। ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কারের দ্বিতীয় সংস্করণে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি সবচেয়ে বেশি পুরস্কার জিতল। তার মধ্যে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা কৌতুক অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার রয়েছে। মঞ্চে দাঁড়িয়েই কৌশিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, ‘প্রত্যেক বছর আমি ক’টা পুরস্কার পাচ্ছি সেটা না দেখে কেন পাচ্ছি সেটা যদি দেখেন তবে সিনেমার অনেক ভালো হবে বলে বিশ্বাস করি।’

গত বছরের মতো এ বারও বছরের শুরুতেই প্রিয়া সিনেমার মঞ্চে অনুষ্ঠানের আয়োজন হয়। বিভিন্ন বিভাগে নমিনেশন, পুরস্কার — এ সব তো রয়েইছে, তার সঙ্গে এক অনবদ্য থিম গোটা অনুষ্ঠান জুড়ে বিরাজ করল। যাঁদের কথা ভেবে যে কোনও সময় ঠোঁটের কোনে হাসি ফুটে ওঠে, তাঁদের চোখের জলের খোঁজ রাখেন ক’ জনায়! বাংলা সিনেমার সেই সমস্ত বরেণ্যে কৌতুক অভিনেতাদের স্মরণ করে এবং সাবিত্রী চট্টোপাধ্যায়-কে মঞ্চে উপস্থিত করে এক অন্য বার্তা দিল WBFJA. এ জন্য তাদের অবশ্যই সাধুবাদ প্রাপ্য। খুব ভালো লাগল এটা ভেবেও যে আমি এমন একটা ফ্রেটারনিটির সদস্য হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি বলে।

আরও একটি বিষয় এ বারের মঞ্চকে এটকু স্বকীয় করেছিল। সেরা অভিনেতার পুরস্কার সাধারণ একেবারে শেষই ঘোষণা হয়ে থাকে। এ বছর তা হল একেবারে প্রথমে। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রিল লাইফের পিতা-পুত্র সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ‘ময়ূরাক্ষী’ ছবির জন্য। সেরা অভিনেতরীর পুরস্কার পেলেন জয়া এহসান। সেরা খল চরিত্রের পুরস্কার পেলেন সুদীপ্তা চক্রবর্তী ‘ধনঞ্জয়’ ছবির জন্য।

এ বছর সত্যজিত্‍ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হল পরিচালক তরুণ মজুমদারকে। যে সমস্ত প্রবাদপ্রতীম পরিতালকের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয় তাঁদের মধ্যে তরুণ মজুমদার অবশ্যই রয়েছেন। খুব শীঘ্রই তাঁর পরবর্তী ছবি ‘ভালোবাসার বাড়ি’ মুক্তি পেতে চলেছে। ৮৭ পেরিয়ে আজও তরুণ-ই রয়ে গেলেন তিনি।

‘বিসর্জন’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন প্রয়াত কালীকাপ্রসাদ ভট্টাচার্য। মঞ্চে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই পুরস্কার নিতে ডেকে নেন প্রয়াত শিল্পীর স্ত্রী ঋতচেতা-কে। কালীকা যেন না থেকেই ভীষণভাবে ছিলেন। যত বার বিসর্জন ছবিতে তাঁর গাওয়া গানটি শোনা গিয়েছে, তত বার মনে হয়েছে কালীকা-রা কখনও চলে যেতে পারেন না। সৃষ্টির মধ্যেই তো বেঁচে থাকেন এঁরা। কালীকা আজও বেঁচে রয়েছেন তাঁর সৃষ্টিতে, গুণমুগ্ধদের মনে।

সেরা সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার যুগ্মভাবে পেল কলেবরে ছোট কিন্তু দক্ষতায় বড় দুই অভিনেতা নুর ইসলাম এবং সামিউল আলম। এর জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য পরিচালক মানসমুকুল পাল-এর। তিনিও জেতেন সেরা সম্ভাবনাময় পরিচালকের পুরস্কার। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান মমতা শঙ্কর এবং অভিনেতার পুরস্কার পান কৌশিক গঙ্গোপাধ্যায়।





ছবি: রজত কর্মকার

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল