অ্যাপশহর

বিপাশার বিয়ে কেমন হল ...

বলিউডে তাঁর প্রথম ছবি থেকে বিয়ের পিঁড়িতে বসা পর্যন্ত সবকিছু থেকে বাঙালির নজর সরেনি এক মুহূর্তের জন্য৷

EiSamay.Com 3 May 2016, 1:23 pm
নেমন্তন্ন বাড়ি থেকে ফিরে জানালেন তাঁর ‘কাল্পনিক -বর ’ প্রসেনজিত্‍‌ চট্টোপাধ্যায় ৷ শুনলেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com bipasa basus marriage ceremony
বিপাশার বিয়ে কেমন হল ...


নায়িকা বিপাশা বসু। বলিউডে তাঁর প্রথম ছবি থেকে বিয়ের পিঁড়িতে বসা পর্যন্ত সবকিছু থেকে বাঙালির নজর সরেনি এক মুহূর্তের জন্য৷ এ হন্তায় স্বপ্ননগরীতে যখন সাত পাকে ঘুরলেন নায়িকা , তখনও শহরের বাঙালিরা মনে করেছেন , এই তো ঘরের মেয়েটার বিয়ে হয়ে গেল ! এর আগেও এই ধরনের সাজে অবশ্য বিপাশাকে দেখেছে এ শহরের মানুষ৷ ছবির নাম ‘সব চরিত্র কাল্পনিক ’৷ লাল বেনারসী , কপালে চন্দন , গোল লাল টিপ --- বিপাশাকে সেই সাজে সাজিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ৷ সেই ছবিতে বিপাশা যাঁর সঙ্গে সাত পাকে ঘুরে গৃহপ্রবেশ করেছিলেন তিনি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়৷ আর সদ্য পেরনো উইকএন্ডে মুম্বইয়ের সেন্ট রেগিস -এ যখন গভীর রাতে বর করন সিং গ্রোভারের হাতে হাত রেখে নিজের রিয়েললাইফ বিয়ে সেলিব্রেট করছিলেন বিপাশা , তখনও সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তাঁর ‘কাল্পনিক ’-এর নায়ক প্রসেনজিত্ চট্টোপাধ্যায়৷ কেমন ছিল সেই রাত ? অনর্গল প্রসেনজিত্ ..

ওর বাবা -মা সবচেয়ে খুশি হয়েছে ...কাজের ব্যস্ততা চূড়ান্ত৷ আমন্ত্রণ যখন পাই তখন ঠিক ছিল না মুম্বই -এ থাকব নাকি অন্য শহরে৷ কিন্ত্ত ‘ত্রিদেব ’ ছবির ডাবিংয়ের জন্য শেষ পর্যন্ত মুম্বইয়ে ছিলাম সেদিন৷ এই ছবিতে বিপাশার বর , মানে করন আমার সঙ্গে কাজ করছে৷ তো সেই সূত্রেও আমাদের পুরো ছবির ইউনিটেরই বিপাশা -করনের রিসেপশন পার্টিতে যাওয়ার কথা ছিল৷ পৌঁছতে বেশ রাত হল৷ রাত বারোটার পর সকলের সঙ্গে আরও গল্প শুরু হল৷ যতবার আমি বলছি , ‘এবার আমি বেরোই ’, ততবার বিপাশা এসে বলছে , ‘প্লিজ , আরেকটু থাকো৷ ’ সেদিন যখন প্রথম দেখা হল , দেখলাম ভারি সুন্দর দেখাচ্ছে বিপাশাকে৷

আর ওর চোখে -মুখে একটা আনন্দ৷ আমায় বলল , ‘তুমি যে এসেছো , তাতে সবচেয়ে খুশি হয়েছে আমার বাবা -মা ’৷ আমারও সেটাই মনে হল৷ যতই হোক , বাঙালি মেয়ে৷ ওর বিয়ের রিসেপশনে কলকাতা থেকে কেউ যাওয়া মানে বিয়েতে আত্মীয় পৌঁছনোর মতো৷ বিপাশার বাবা বলছিলেন , আমাদের বাড়িতে ‘সব চরিত্র কাল্পনিক ’-এর ডিভিডি রয়েছে৷ সেটা আমরা মাঝে -মধ্যে চালিয়ে দেখি৷ আর বিপাশার বউ সাজে ছবিটা আমাদের বাড়িতে রয়েছে৷ ’ বিপাশাকে সেদিন ওর যত বন্ধুরা ঘিরে ছিল তাদের অনেকেই বাঙালি৷ এমনকী ওদের বাড়িতে বারোমাস কাজ করেন যারা , তাঁদের অনেকেই বাঙালি৷ সবারই আমার সঙ্গে ছবি তোলার আবদার৷ সেদিন রাতে রিসেপশন পার্টি হওয়ার আগে একেবারে বাঙালি মতে বিয়ের নিয়মকানুন মেনেই সাত পাকে বাঁধা পড়েছে বিপাশা৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল