অ্যাপশহর

রবিতে পরিচালক-অভিনেতাকে বাধা, মঙ্গলে বাতিল শো! ফের শিরোনামে নন্দন

ফের বিপত্তি 'বিনিসুতোয়'। রবিবারই নন্দনের গেটের বাইরে থেকে বেরিয়ে যেতে হয় ছবির পরিচালক অতনু ঘোষ ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। মঙ্গলবার শো বাতিল করা হল এই ছবির। কী কারণে বাতিল হল এই ছবির শো জেনে নিনি!

EiSamay.Com 24 Aug 2021, 7:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঋত্বিক চক্রবর্তী, জয়া এহসান, চান্দ্রেয়ী ঘোষ অভিনীত বিনিসুতোয় মুক্তি পেয়েছে ২০ অগাস্ট। যা প্রদর্শিত হচ্ছে নন্দন ১-এ। রবিবার ছবির স্ক্রিনিং-এর দিন নন্দনের গেট থেকে ফিরে যেতে হয়েছিল ছবির পরিচালক অতনু ঘোষ ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এবার ছবির শো বাতিল হল নন্দনে। তবে যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিপত্তি ঘটে বলে ফেসবুকে জানান পরিচালক।
EiSamay.Com binishutoye
নন্দনে বাতিল 'বিনিসুতোয়' শো( ছবি সৌজন্যে ফেসবুক)

টুম্পা নেই, নিজের বোকামোতে কাঁদছেন শ্রীলেখা!
২০১৯ সালে তৈরি হয় বিনিসুতোয়। কিন্তু, টানা প্রায় দু-বছর ধরে করোনা অতিমারির দাপটে বন্ধ ছিল সিনেমা হল। অবশেষে করোনার দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর খুলেছে সিনেমা হল। হাতে গোনা কয়েকটি ছবিই মুক্তি পেয়েছে। তাদের মধ্যে অন্যতম চর্চিত ছবি অতনু ঘোষের ‘বিনিসুতোয়’। রবিবার ছবির স্ক্রিনিং ঢুকতে দেওয়া হয়নি অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সহ পরিচালককে। অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। কথা ছিল শো ভাঙার পর অভিনেতা দেখা করবেন দর্শকদের সঙ্গে। কিন্তু, অভিনেতাকে দেখতে না পেয়ে হতাশ হন ভক্তরা। পরে আসল সত্যিটা ফেসবুকে নিজেই জানান অভিনেতা। একহাত নেন গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে।

শ্রাবন্তীর জীবনে নতুন অধ্যায়! মালদ্বীপে গিয়ে কীসের ইঙ্গিত?
বিরক্ত অভিনেতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'অযথা ওঁকে বিখ্যাত করব না তাই নাম নিলাম না। তিনি ওই কাজের উপযুক্ত কিনা জানি না। কিন্তু, তিনি যে অতি অভদ্র তা দেখতেই পেলাম'। তাঁর সংযোজন, 'আশা রাখি তিনি নিশ্চয়ই একদিন নন্দনের গেট সামলানোর ভদ্রতা শিখে নেবেন'। তবে রবিবার শো ছিল হাউজফুল। পরিচালক অতনু ঘোষ জানান, হল কর্তৃপক্ষের থেকে জানতে পারেন সার্ভারের কানেকশন কিছু সমস্যা হওয়ার বন্ধ রাখতে হয় শো। রবিবার সোমবার মতো হাউজফুল না হলেও মঙ্গলবারও প্রায় ৯০ শতাংশ সিটই বুকিং ছিল। অতনু ঘোষ আরও জানান, হল কর্তৃপক্ষ ইতিমধ্যেই দর্শকদের টিকিটের টাকা ফেরত দিয়ে দিয়েছে। তবে বুধবার থেকে দুপুর তিনটের সময় নির্ধারিত সময়ই শো হবে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল