অ্যাপশহর

শঙ্করের অভিযান শুরু হল তুমুল উন্মাদনায়

এক এক করে টলিউডের বহু বড় নাম আসছিলেন প্রিমিয়ার উপলক্ষে। কেই নেই তাতে, গৌতম ঘোষ থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়...

রজত কর্মকার | EiSamay.Com 23 Dec 2017, 11:50 am
রজত কর্মকার
EiSamay.Com big names of bengali film industry was gathered at amazon obhijaan premier
শঙ্করের অভিযান শুরু হল তুমুল উন্মাদনায়


ছোটবেলা থেকে যে সিনেমা হলে অগুনতি সিনেমা দেখেছি তার চেহারা তো দূর থেকে চিনতেই পারছিলাম না। গেট কোথায়? কোথায় বা বুকিং উইন্ডো? সব ভোঁ ভাঁ! সেই জায়গা নিয়ে নিয়েছিল বড় বড় LED স্ক্রিন, আর তাতে অনবরত চলছিল আমাজন অভিযানের নানা দৃশ্য। গোটা জায়গাটা সাজানো ছিল জঙ্গলের আদলে। ঝিঝি পোকার শব্দ, অচেনা পাখির ডাক, জ্যাগুয়ার-ব্ল্যাক প্যান্থারের গর্জন, এর মাঝেই ভেতরে গেলাম।

এক এক করে টলিউডের বহু বড় নাম আসছিলেন প্রিমিয়ার উপলক্ষে। কেই নেই তাতে, গৌতম ঘোষ থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় (দ্রুত ভেতরে চলে গেলেন, ছবি তোলার সময় না দিয়ে)। উৎসাহের অন্ত ছিল না ‘আমাজন অভিযান’কে নিয়ে। হবে নাই বা কেন, বিভূতিভূষণ যা লিখে গিয়েছেন তা তো সকলেরই জানা, সিনেমাতেও দেখে ফেলেছেন। এটা সম্পূর্ণ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ব্রেন চাইল্ড।

সব শেষে এলেন ‘শঙ্কর’ নিজে। এসে হাতে ম্যাকাও নিয়ে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন। এখানে বলে রাখা ভালো, ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিল একটি ম্যাকাও। কৌশিক-ঘরনি চূর্ণি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাকে খুনসুটিও করতে দেখা গিয়েছে। শঙ্করের হাতে চড়ে দিব্যি তিনিও দারুণ ভাবে ক্যামেরা ফেস করলেন। কেমন হল সেই দৃশ্য, নিজেরাই দেখে নিন।

এক সঙ্গে ৬টি ভাষায় দেশের ১৫০-র বেশি মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলে এর আগে কোনও বাংলা ছবি মুক্তি পেয়েছে বলে তো জানা নেই। ছবির মুক্তির আগে তার কমিক্স মুক্তি পেয়েছে। ব্রাজিলে গিয়ে শ্যুটিং। সব দিক থেকেই বাংলা তো বটেই, তার সঙ্গে দেশের চলচ্চিত্র ইতিহাসে ট্রেন্ড সেটার এই ছবি। দেশের ৩০টি ছোট-বড় শহরে যেখানে বাঙালির সংখ্যা বেশি, বড় দিনে তাঁদের উপহার গেল কলকাতা থেকে। নিজের শহরে বসেই তাঁরা শঙ্করের অভিযানে সামিল হবেন তাও নিজের ভাষায়। অভিনব এই ক্যাম্পেনের নাম দেওয়া হয়েছে আমাজন ইন ইওর সিটি। সত্যিই, উৎসবের দিনে মায়ের ভাষায় কলকাতা আর এই বাংলাকে বোধহয় আরও কাছে মনে হয়।

















ছবি: রজত কর্মকার
লেখকের সম্পর্কে জানুন
রজত কর্মকার

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল