অ্যাপশহর

১৮ মিনিটের 'ফিরে দেখা', বাবা-ছেলের সম্পর্ক ছুঁয়ে যাচ্ছে সকলকে!

উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী, পশ্চিমবঙ্গের বিল্ডিং ও লেবার ডির্পাটমেন্টের চেয়ারম্যান জয়দীপ মুখার্জী। ছিলেন ইতিহাসবিদ তথা লেখক পূরবী রায় এবং প্রাক্তন Lund বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর। প্রথমে অতিথি বরণ করে শুরু হয় পোস্টার রিলিজ। এর পর ছবির প্রদর্শন হয়।

EiSamay.Com 27 Jan 2020, 1:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল রূপকথা এন্টারটেইনমেন্ট পরিচালিত 'ফিরে দেখা'র পোস্টার। স্বল্প দৈর্ঘ্যের ছবি
EiSamay.Com 10

প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল ICCR-এ। ১৮ মিনিটের ছবি প্রদর্শনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী, পশ্চিমবঙ্গের বিল্ডিং ও লেবার ডির্পাটমেন্টের চেয়ারম্যান জয়দীপ মুখার্জী। ছিলেন ইতিহাসবিদ তথা লেখক পূরবী রায় এবং প্রাক্তন Lund বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর। প্রথমে অতিথি বরণ করে শুরু হয় পোস্টার রিলিজ। এর পর ছবির প্রদর্শন হয়।

বাবা ও ছেলে সম্পর্ককেই তুলে ধরা হয়েছে এই ১৮ মিনিটের ছবিটিতে। যার কাহিনী ও প্রযোজনা করেছেন প্রবাসী বাঙালি তথা লেখক অন্বেষ মুখার্জি, চিত্রনাট্য ও সংগীত পরিচালনা করেছেন সকৈত দাস। এই ছবিতে অভিনয় করেছেন পুর্ণেন্দু নায়ক, সুরজিৎ স্বর্ণকার, সঙ্গীতা ব্যানার্জী, সুশান্ত রায়। এই ছবি দেখে আপ্লুত হয়েছেন সকল বিশিষ্টরাই। সকলেই কুর্নিশ জানিয়েছেন।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল