অ্যাপশহর

‘বাহুবলী টু’ বন্যায় বাঁধ দিতে কি তৈরি ‘পোস্ত’

সপ্তাহান্তে ছবির উত্সব। আঞ্চলিকের চাপে বলিউড কোণঠাসা। প্রতিযোগিতা কার সঙ্গে কার আসলে?

EiSamay.Com 9 May 2017, 2:07 pm
​ সপ্তাহান্তে ছবির উত্সব। আঞ্চলিকের চাপে বলিউড কোণঠাসা। প্রতিযোগিতা কার সঙ্গে কার আসলে? লিখছেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com baahubali 2 the conclusion worldwide box office collection day 10 film creates history by crossing 1000 crore mark
‘বাহুবলী টু’ বন্যায় বাঁধ দিতে কি তৈরি ‘পোস্ত’


‘বাহুবলী টু’ বিশ্বজুড়ে ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে৷ তাতে বাঙালির অবদান কি কম ? মোটেই নয় ! পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সিনেমাহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে , যেসব সিনেমাহলে একটি শো -এ গড়ে ৪০টা টিকিটি বিক্রি হত শেষ ছ’মাস , সেখানে ‘বাহুবলী ২’-এর রাতের শো -এ বিক্রি হচ্ছে ৬০০ টিকিট৷ এই ‘বাহুবলী ’ ঝড় যে আগামী দু’ সন্তাহ চলবে , তা নিয়ে নিশ্চিত যাবতীয় সিনেমাহল মালিক৷ কিন্ত্ত এই মুহূর্তে অন্য যে ছবিটিকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে , সেটি ‘পোস্ত ’৷

এটিও বাংলা ছবি৷ তবে তাই বলে , বাঙালিদের আশার কারণ অনেক৷ নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত আগের দু’টি ছবি ‘বেলাশেষে ’ আর ‘প্রাক্তন ’ বক্সঅফিসে বাজিমাত করেছিল৷ সে কারণেই ‘পোস্ত ’ নিয়ে কিঞ্চিত্ হলেও বেশি উত্সাহী সিনেমা হলমালিকরা৷ যেমন ‘নবীনা ’ সিনেমাহলের কর্ণধার নবীন চৌখানি বলছেন , ‘‘বাহুবলী টু’ সিনেমাহলে চালানোর আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম , ‘পোস্ত ’ যে সন্তাহে মুক্তি পাবে , সেই সন্তাহে একেবারে প্রাইমটাইম একটি শো যাবে ‘পোস্ত ’র কাছে৷ বাকি শো থাকছে ‘বাহুবলী টু’র জন্য৷ সন্তাহান্তে ছবির উত্সব৷ আঞ্চলিকের চাপে বলিউড কোণঠাসা৷

প্রতিযোগিতা কার সঙ্গে কার আসলে ?লিখছেন ভাস্বতী ঘোষ‘বাহুবলী টু’ বন্যায় বাঁধ দিতে কি তৈরি ‘পোস্ত ’ কৌশিক গঙ্গোপাধ্যায়পরিচালক‘বিসর্জন ’ যে দর্শক সিনেমাহল ভরিয়ে দেখছেন সেটা খুবই আনন্দের৷ আমি শুধু ডিসট্রিবিউটরদের কাছে নিরাপত্তা চাই৷ কোনও বাংলা ছবি যদি সিনেমাহলে ৫০ শতাংশ দর্শক আনতে পারে , সেই ছবি যাতে পরের সন্তাহে শো পায় ---এটুকুই আমার চাওয়া৷ যদি বাংলায় বাংলা ছবির সেই নিরাপত্তা না থাকে , তা হলে কোথায় থাকবে ? নতুন ছবি মুক্তি পেলেই যদি পুরনোকে সরে যেতে হয় , তা হলে মুশকিল৷

আমরা এর আগে দুর্দান্ত ব্যবসা করেছিলাম ‘বজরঙ্গি ভাইজান ’ ছবিতে৷ ‘বাহুবলী টু’র ব্যবসা তাকেও ছাড়িয়ে গিয়েছে৷ ’ প্রসঙ্গত শহর এবং শহরতলির কিছু সিঙ্গল স্ক্রিনে খোঁজ নিয়ে জানা যাচ্ছে , ‘বাহুবলী টু’ আর ‘পোস্ত ’র মধ্যেই মূলত তাদের নির্বাচন থাকবে৷ সেই দিক থেকে আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় যে দুই বড় হিন্দি ছবি , তারা এ দেশে কোণঠাসা তো বটেই৷ একটি ‘মেরি পেয়ারি বিন্দু’৷

অন্যটি ‘সরকার থ্রি৷’ মিত্রা সিনেমাহলের কর্ণধার দীপেন মিত্র জানাচ্ছেন , ‘এক সন্তাহে ২৮টা ‘বাহুবলী ’-র শো -র মধ্যে ২০টা হাউজফুল গিয়েছে৷ এমন ব্যবসা দেওয়া ছবিকে সিনেমাহল থেকে নামানোর প্রশ্নই উঠছে না৷ অন্যদিকে বাঙালিদের মধ্যে যে ‘পোস্ত ’ নিয়ে আগ্রহ আছে , সে কথা বুঝতেই পারছি৷ ’ সিনেমাব্যবসা বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার গলায় ‘পোস্ত ’ নিয়ে আত্মবিশ্বাস৷ পঙ্কজ বলছেন , ‘‘পোস্ত ’র মস্ত সুবিধে হল , এই ছবি যে ১২ মে আসবে , তা ঠিক ছিল আগেই৷ সে কারণেই ‘পোস্ত ’-কে ‘প্রাক্তন ’-এর মতোই শো দেওয়া হচ্ছে মাল্টিপ্লেক্সে৷ ‘সরকার থ্রি ’র আগে আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল না৷ শহরের জনপ্রিয় মাল্টিপ্লেক্সে পাঁচটা করে শো থাকবেই ‘পোস্ত ’র৷ পাশাপাশি ‘বিসর্জন ’ পড়ছে পঞ্চম সন্তাহে৷ দর্শকের মধ্যে জনপ্রিয় হয়েছে এই ছবি , তাই শো থাকবেই৷ ‘দুর্গা সহায় ’-এর বেশ কিছু শো হাউজফুল৷ তাই তৃতীয় সন্তাহে এই ছবিও শো পাবে৷ ’

‘পোস্ত ’র প্রযোজক অতনু রায়চৌধুরী জানাচ্ছেন , ‘সব বাঙালি এমনকী অবাঙালিরাও ‘পোস্ত ’ দেখতে চান৷ সে কারণেই রাজ্য জুড়ে একশোর বেশি হলে মুক্তি পাচ্ছে এই ছবি৷ পশ্চিমবঙ্গ বাদে ভারতেও প্রায় একশো হলে মুক্তি পাচ্ছে৷ আর ‘প্রাক্তন ’-এর মতো দেশের বাইরে বিভিন্ন শহরের দর্শকও দেখতে পাবেন ‘পোস্ত ’৷’ অন্যদিকে ‘বাহুবলী টু’র ডিসট্রিবিউটরের তরফে বাবলু দামানি জানাচ্ছেন , ‘পশ্চিমবঙ্গে মোটামুটি ৩০০ সিনেমাহলের মধ্যে ২২০-র কাছাকাছি সিনেমাহলে চলছে ‘বাহুবলী ’৷

বাঁকুড়া , মেদিনীপুরের মতো বহু জায়গায় , যেসব সিনেমাহলে কোনও ভিড়ই হত না , সেইখানে এখন দর্শক আসছেন ছবি দেখতে৷ তাই এইসব সিনেমাহলে ‘বাহুবলী ’ চলবে আরও কিছুদিন৷ ছবিটা এত ভালো ব্যবসা করছে , এইসব সিনেমাহলে আমরা শো ভাগ করতে রাজি নই৷ ’টালিগঞ্জের বিভিন্ন মহলে কথা বলে , একটা বিষয় স্পষ্ট হচ্ছে৷ বহুদিন পর বাংলায় শুরু হয়েছে সিনেমার উত্সব৷ শহরের এক জনপ্রিয় মাল্টিপ্লেক্সে গত রবিবার যেমন ‘বাহুবলী টু’র ১৫টা শো হাউজফুল , তেমনই ‘বিসর্জন ’-এর শো -ও হাউজফুল৷ আবার ‘দুর্গা সহায় ’-এর কাউন্টারেও ঝুলেছে হাউজফুল বোর্ড৷ আগামী শুক্রবার থেকে ‘পোস্ত ’র হাত ধরে সেই সিনেমা উত্সব যে আরও জমজমাট হয়ে উঠবে , তেমনটা আশা করাই যায়৷

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল