অ্যাপশহর

মুক্তির আগেই বিপাকে ‘বাহুবলী ২’

বিপুল প্রত্যাশা নিয়ে এ মাসের ২৮ তারিখ মুক্তি পেতে চলেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী দ্য কনক্লুশন’। তবে মুক্তির আগেই বিতর্কে জড়াল ছবি।

EiSamay.Com 13 Apr 2017, 10:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিপুল প্রত্যাশা নিয়ে এ মাসের ২৮ তারিখ মুক্তি পেতে চলেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী দ্য কনক্লুশন’। তবে মুক্তির আগেই বিতর্কে জড়াল ছবি এবং ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘কাট্টাপ্পা’ ওরফে সত্যরাজ। অভিযোগ, কাবেরী আন্দোলন নিয়ে কন্নড়দের নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করেছেন সত্যরাজ। আর সে কারণেই কর্নাটকে ছবির মুক্তি এখন বিশ বাঁও জলে।
EiSamay.Com baahubali 2 faces kannadiga wrath over satyarajs comments on cauvery
মুক্তির আগেই বিপাকে ‘বাহুবলী ২’


আন্দোলনের অন্যতম নেতা ভটল নাগরাজ ২৮ এপ্রিল বন্‌ধও ডেকেছেন। তিনি জানিয়েছেন, সে সমস্ত সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে ছবি প্রদর্শিত হবে তার সামনে বিক্ষোভ দেখানো হবে। মূলত নাগরাজই ছিলেন সত্যারাজের আক্রমণের কেন্দ্রে। সত্যারাজ তাঁকে ‘বড় একজন জোকার’ বলে সর্ব সমক্ষে সম্বোধন করেন। আর এতেই ব্যাপক চটেছেন তিনি।

কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সা রা গোবিন্দু বলেন, ‘এখনও পর্যন্ত ছবির প্রযোজকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। যদি সত্যরাজ নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করেন তবে এ রাজ্যে ছবি মুক্তি পাবে না। তিনি এমন মন্তব্য করে সমগ্র কন্নড়দের অপমান করেছেন।’

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল