অ্যাপশহর

আজ আরিয়ান-শুনানি

আজ কি জামিন পাবেন মাদক মামলায় অভিযুক্ত Shahrukh-পুত্র Aryan Khan? ছেলে যাতে ভালোভাবে বাড়ি ফিরে আসে সেজন্য নবরাত্রিতে ছেলের জন্য মানত-ও করেছেন শাহরুখ-পত্নী।

Ei Samay 20 Oct 2021, 9:39 am

হাইলাইটস

  • মুম্বইয়ের দায়রা আদালতে মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানের জামিন মামলার শুনানি হওয়ার কথা।
  • ছেলের জামিন না হওয়া পর্যন্ত বাড়িতে কোনও মিষ্টি পদ না বানানোর কড়া নির্দেশ দিয়েছেন গৌরী।
  • ছেলের গ্রেফতারিতে মুহ্যমান শাহরুখ-পত্নী নবরাত্রিতে ছেলের জন্য মানত-ও করেছেন।
EiSamay.Com Aryan Khan
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম
মুম্বই: আজ কী জামিন পাবেন শাহরুখ-পুত্র? বুধবার মুম্বইয়ের দায়রা আদালতে মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানের জামিন মামলার শুনানি হওয়ার কথা। সূত্রের খবর, ছেলের জামিন না হওয়া পর্যন্ত বাড়িতে কোনও মিষ্টি পদ না বানানোর কড়া নির্দেশ দিয়েছেন গৌরী। ছেলের গ্রেফতারিতে মুহ্যমান শাহরুখ-পত্নী নবরাত্রিতে ছেলের জন্য মানত-ও করেছেন। মায়ের আশা পূর্ণ হয় কি না, সেটাই দেখার।
এদিকে, শাহরুখ-পুত্রের মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলে অভিযোগ তুলে এ দিন সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন শিবসেনার নেতা কিশোর তিওয়ারি। তাঁর দাবি, সরকারি ছুটির কথা বলে যে ভাবে আরিয়ানের জামিন পিছোনো হচ্ছে, তাঁর কাছ থেকে মাদক না পাওয়ার পরও যে ভাবে ১৭ দিন ২৩ বছরের ছেলেটাকে জেলে আটকে রাখা হয়েছে, তা অগণতান্ত্রিক ও বেআইনি।

এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের স্ত্রী মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সেই প্রসঙ্গ টেনে কিশোরের দাবি, স্ত্রীর পেশাগত প্রতিযোগিতার ক্ষেত্র থেকে প্রতিহিংসার খেলা খেলছেন এনসিবি আধিকারিক। অবিলম্বে সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে আরিয়ানের মৌলিক অধিকার রক্ষা করুক।

আরিয়ান না ফেরা পর্যন্ত মন্নতে ক্ষীর খাবে না কেউ!
গীতিকার জাভেদ আখতার অবশ্য মনে করেন, এটা খ্যাতির বিড়ম্বনা। তাঁর কথায়, 'ফিল্ম ইন্ডাস্ট্রির হাইপ্রোফাইলদের দিকে কাদা ছুড়তে ভালোবাসে লোকে। সাধারণ মানুষ হলে তাঁকে নিয়ে লোকের ভাবার সময় কোথায়?' তবে, অন্য একটি মাদক মামলায় জামিন প্রসঙ্গে বম্বে হাইকোর্ট সম্প্রতি বলেছে, মাদক মামলায় অল্পবয়সি কেউ প্রথমবার গ্রেফতার হলে, তাকে শুধরে নেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত। আরিয়ান সেই যুক্তিতে জামিন পান কি না, সেটাই দেখার।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল