অ্যাপশহর

দীর্ঘদিনের লড়াইয়ের অবসান, আর্টিস্ট ফোরাম-গিল্ডের মউ স্বাক্ষর

শিল্পীদের স্বার্থে একজোট হল আর্টিস্ট ফোরাম ও প্রোডিউসার্স গিল্ড। শিল্পীদের শ্যুটিং-এর সময় থেকে পারশ্রমিক সব কিছুই নির্ধারিত হল এই চুক্তিতে। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকরী হবে এই চুক্তি।

EiSamay.Com 14 Aug 2021, 10:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বহু বছরের চেষ্টার পর অবশেষে শিল্পীদের স্বার্থে একজোট হল আর্টিস্ট ফোরাম ও প্রোডিউসার্স গিল্ড। এতদিন মৌখিক ও আংশিক লিখিত নিয়ম মেনেই কাজ করতেন শিল্পীরা। এতদিন সিনেমা হোক কিংবা সিরিয়াল দুই ক্ষেত্রেই ১২ ঘণ্টা কখনও ১৮ ঘণ্টা ধরেও শ্যুটিং করতে হয়েছে শিল্পীদের। এবার আর বাড়তি সময় ধরে শ্যুটিং নয়, নির্দিষ্ট নিয়ম মেনেই শ্যুটিং করবেন শিল্পীরা। দীর্ঘদিন ধরেই শিল্পীদের এরকম নানা বিষয় নিয়ে সরব হয়েছিল আর্টিস্ট ফোরাম। অবশেষে এই দুই সংস্থা চুক্তি বদ্ধ হওয়ায় এরকম সমস্যাগুলির স্থায়ী সমাধান হতে চলেছে। স্বাভাবিকভাবেই খুশি শিল্পী ও কলাকুশলীরা।
EiSamay.Com SHOOTING FLOOR
মউ স্বাক্ষরিত আর্টিস্ট ফোরাম ও প্রডিউসার্স গিল্ডের মধ্যে (ফাইল ছবি)


প্লাস্টিকের খাঁড়া হাতে শিবুকে খুন নোয়ার! হাসির রোল নেটপাড়ায়
১৩ পাতার এই চুক্তিতে উল্লেখিত রয়েছে নানা নিয়ম-কানুন। সেখানেই জানানো হয়েছে ঠিক কতটা সময় শ্যুটের জন্য নির্ধারিত হয়েছে। এই নতুন নিয়ম অনুয়ায়ী চুক্তিবদ্ধ শিল্পীদের কাজের সময় হল সকাল ৬টা থকে রাত ৮টা। বিনা চুক্তিবদ্ধ শিল্পীরা কাজ করবেন ১০ ঘণ্টা। এছাড়াও শিল্পীদের পারিশ্রমিকের বিষয়টিও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকরী হবে এই চুক্তি জানান, আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। বিকেল থেকে দীর্ঘ বৈঠকের পর এই দুই সংস্থার মধ্যে রাতে চুক্তি স্বাক্ষরিত হয়। আর্টিস্ট ফোরামের তরফ থেকে উপস্থিত ছিলেন শান্তিলাল মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী ও সোহন বন্দ্যোপাধ্যায়। প্রযোজকদের তরফ থেকে, নিসপাল সিং রানে, শৈবাল বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, সুশান্ত দাস সকলেই ছিলেন এই বৈঠকে।

বিয়ের আসরে হঠাৎ হাজির রামকৃষ্ণ! বৌভাতে আসবেন রানি মা
এই প্রথম নয় আর্টিস্ট ফোরামের হয়ে এই চুক্তি স্বাক্ষর করার জন্যে এর আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়রা বার বার অনুরোধ জানান। কিন্তু তা স্বার্থক হয়নি। এর আগে অনেকবারই কিছু কাগজে চুক্তির নিয়ম লিখে স্বাক্ষর করে দিয়েছেন অনেক প্রযোজক। তবে এবার পাকাপাকিভাবে স্বাক্ষরিত হল মউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও বহুবার এই চুক্তি স্বাক্ষরের অনুরোধ জানানো হয়। ইতিমধ্যেই সেই খবর পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল