অ্যাপশহর

আবারও একসঙ্গে অপর্ণা ঋতুপর্ণা

অপর্ণা সেন আর ঋতুপর্ণা সেনগুপ্তকে যদি আবার একসঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা যায়, কেমন হয়? প্রশ্নের উত্তর পাওয়া যাবে শিগগিরি৷

EiSamay.Com 8 Dec 2016, 10:58 am
অপর্ণা সেন যে ছবির ক্রিয়েটিভ কনসালট্যান্ট, সে ছবিতেই অভিনয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত৷ লিখছেন ভাস্বতী ঘোষ
EiSamay.Com aparna sen and rituparna sengupta comes together for another movie
আবারও একসঙ্গে অপর্ণা ঋতুপর্ণা


অপর্ণা সেন আর ঋতুপর্ণা সেনগুপ্তকে যদি আবার একসঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা যায়, কেমন হয়? প্রশ্নের উত্তর পাওয়া যাবে শিগগিরি৷ কারণ এই দুই তারকাকে একসঙ্গে এক ছবিতে আনছেন পরিচালক রঞ্জন ঘোষ৷ যাঁর আগের ছবি ‘হূদমাঝারে’৷ এবার রঞ্জন শুরু করছেন নতুন ছবি৷ সে ছবির ওয়ার্কিং টাইটেল ‘রং বরঙের কড়ি’৷ পরিচালকের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, চারটে ছোট গল্প নিয়ে তৈরি হবে এই ছবি৷ যে গল্পগুলোর চরিত্র এক নয়৷ চারটে আলাদা গল্প৷ মিল শুধুমাত্র থিমে৷ রঞ্জন বলছেন, ‘আর আগে এসআরএফটিআইয়ের জন্য আমি একটি শর্ট ফিল্ম তৈরি করি৷ আরও কয়েকটি শর্ট ফিল্মের ভাবনা মাথায় ছিল৷ সেই গল্পগুলো শুনে প্রযোজকের পছন্দ হওয়ায়, এই ছবির প্ল্যান সাজানো হয়৷’ এই ছবির গল্পে শহরের মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্ত মানুষদের দেখা যাবে না৷ বরং শহর ছাড়িয়ে বাইরে গেলে যেসব মানুষদের দেখা যায়, তাঁদের আদলেই তৈরি এই ছবির বিভিন্ন চরিত্র৷ এইসব চরিত্রের জীবনে টাকা কীভাবে প্রভাব ফেলে তাই নিয়েই গল্প৷

ছবির কাস্টিং-এ চমক রয়েছে৷ পরিচালক প্রথম ছোট গল্পের শ্যুটিং শুরু করছেন সোহম চক্রবর্তী, অরুণিমা ঘোষ আর খরাজ মুখোপাধ্যায়কে নিয়ে৷ অন্য একটি গল্পে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে৷ সঙ্গে থাকবেন ঋত্বিক চক্রবর্তী, এখনও ভাবনা সেরকম৷ এছাড়াও ছবিতে রয়েছেন চিরঞ্জিত্ চক্রবর্তী৷ টালিগঞ্জের আরও কিছু নামী মুখকে দেখা যাবে ছবিতে, যাঁদের সঙ্গে শেষ পর্যায়ের কথাবার্তা এগোচ্ছে৷ চমকের ব্যাপার হল, ক্যামেলিয়া গ্রুপ প্রযোজিত এই ছবিতে ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে থাকছেন পরিচালক অপর্ণা সেন৷ ইদানীং খুবই বেছে কাজ করেন৷ কীভাবে রঞ্জন রাজি করালেন তাঁকে এই ছবির সঙ্গে যুক্ত করতে? রঞ্জন বলছেন, ‘‘ইতি মৃনালিনী’ ছবিতে গল্প লেখার সময় ওঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়৷ টালিগঞ্জে উনিই আমার মেন্টর৷ তাই ওঁকে অনুরোধ করি এই ছবিতে থাকতে৷’ তা হলে কি অপর্ণা-ঋতুপর্ণাকে আরও একবার দেখা যাবে ছবির সেটে? অপেক্ষা যে তারই!

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল