অ্যাপশহর

অনুষ্কার দু’মাসর প্রশিক্ষণ

কীসের কোচিং? এমব্রয়ডারি শেখার। 'সুই ধাগা' ছবিতে এক দর্জির স্ত্রীর চরিত্রে রয়েছেন অনুষ্কা। ছবিতে এই চরিত্রের এমব্রয়ডারি করার যে প্রতিভা ছিল তা কাজেই লাগিয়েই সে তার পরিবারকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে।

EiSamay 24 Aug 2018, 10:34 am
কীসের কোচিং? এমব্রয়ডারি শেখার। 'সুই ধাগা' ছবিতে এক দর্জির স্ত্রীর চরিত্রে রয়েছেন অনুষ্কা। ছবিতে এই চরিত্রের এমব্রয়ডারি করার যে প্রতিভা ছিল তা কাজেই লাগিয়েই সে তার পরিবারকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। এ প্রসঙ্গেই অনুষ্কা জানিয়েছেন, 'আমি সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, কোনও ছবি করার জন্য নতুন পথে হাঁটতে আর অভিজ্ঞতা সঞ্চয় করতে তৈরি। আমি জানতাম 'সুই ধাগা'র মমতার চরিত্রে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগা জরুরি। একজন খাঁটি এমব্রয়ডারি করিয়ে কর্মীর হাবভাব সঠিকভাবে ফুটিয়ে তুলতে আমায় যথেষ্ট সময় দিতে হবে আর এমব্রয়ডারি করা শিখতে হবে, সেটাও জানতাম। এই প্রস্তুতি পর্বে নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম আর খুব উপভোগও করেছি।' ছবির প্রযোজক মণীশ শর্মা জানিয়েছেন, 'অনুষ্কা এমব্রয়ডারি করা এমন অভ্যেস করেছিল যে বেশ দক্ষ হয়ে উঠেছিল। অনুষ্কা এমন পারফেকশনিস্ট, দু' মাসের প্রস্তুতি নিয়েছিল এই ছবির প্রথম শট দেওয়ার আগে। এমনকী সেটে বসেও এমব্রয়ডারি প্র্যাকটিস করত অনুষ্কা'।
EiSamay.Com anushka-sharma-7591

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল