অ্যাপশহর

দেশে ফিরছেন ঋষি, শুভেচ্ছা জানালেন অনুপম

এদিন টুইটে তিনি লেখেন, ‘প্রায় এক বছর পর তোমরা দেশে ফিরছ। আমি একই সঙ্গে ভীষণ খুশি আবার একটু খারাপও লাগছে। এখানে আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি।' আর কী বললেন?

EiSamay.Com 9 Sep 2019, 4:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে নিউ ইয়র্কের চিকিত্‍সা পর্ব মিটিয়ে দেশে ফিরছেন ঋষি কাপুর। তাঁর দেশে ফেরার খবর টুইট করে জানিয়েছেন অনুপম খের। ঋষি ও নীতু কাপুরকে শুভ যাত্রা জানিয়েছেন তিনি।
EiSamay.Com anupam kher bids rishi and neetu kapoor heartfelt goodbye as they leave new york
দেশে ফিরছেন ঋষি



এদিন টুইটে তিনি লেখেন, ‘প্রায় এক বছর পর তোমরা দেশে ফিরছ। আমি একই সঙ্গে ভীষণ খুশি আবার একটু খারাপও লাগছে। এখানে আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি। তার জন্যে অনেক ধন্যবাদ। তোমার ভীষণ মিস করব।’


পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল