অ্যাপশহর

হতে চেয়েছিলেন IAS, ৪১৯ টাকা নিয়ে মুম্বইতে এসে চা বিক্রি করতেন অন্নু কাপুর!

১৯৮২ সালে মুম্বই শহরে আসা পকেটে মাত্র ৪১৯ টাকা সেখান থেকে বলিউডে সিনেমায় কাজের সুযোগ। তারপর দীর্ঘ পথ পেরিয়ে হয়ে উঠলেন অন্তক্ষরী কিং কেমন ছিল অন্নু কাপুরের ( Annu Kapoor) সুহানা সফর।

EiSamay.Com 22 Feb 2022, 2:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অভিনেতা, সঞ্চালক, রেডিয়ো জকি, কমেডিয়ান তাঁর একই অঙ্গে অনেক রূপ। তিনি হলেন অভিনেতা অন্নু কাপুর ( Annu Kapoor)। সিনেমায় সিরিয়াস চরিত্র হোক কিংবা আসর মাতানো সঞ্চালনা সবতেই তাঁর এনার্জি অতুলনীয়। বড়পর্দা, ছোটপর্দা রেডিও সব জায়াগায় তিনি সমান সাবলীল। কোনও সুপারস্টার থেকে কোনও অংশে তিনি কম নয়। ১৯৮২ সালে মধ্যপ্রদেশ থেকে এক কিশোর মুম্বই শহরে আসেন চোখ স্বপ্ন ও পকেটে মাত্র ৪১৯ টাকা নিয়ে। সেভাবেই শুরু দেখতে দেখতে প্রায় ৩৮ বছর কাটিয়ে দিয়েছেন এই মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। উদাযপন ও করলেন অভিনেতা। অভিনেতার এই জার্নি ঠিক কেমন ছিল জানেন?
EiSamay.Com Annu Kapoor
ফাইল ছবি


শহরে 'গঙ্গুবাঈ', কলকাতার সন্দেশ চেখে দেখলেন আলিয়া
অন্নু কাপুরের (Annu Kapoor) জন্ম

২০ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে মধ্যপ্রদেশে জন্ম হয় অভিনেতা অন্নু কাপুরের(Annu Kapoor) । তাঁর বাবা ছিলেন রঙ্গমঞ্চের অভিনেতা। মা ছিলেন ক্লাসিক্যাল ডান্সার। বলা হল অভিনয় ছিল তাঁর রক্তে।

''বাবাকে যোগ্য সম্মান দেয়নি বাংলা ইন্ডাস্ট্রি'', আক্ষেপ অঞ্জন-কন্যা রিনার
আইএস হতে গিয়ে হলেন অভিনেতা

অভিনেতা এক সাক্ষাৎকারে জানান আসলে তাঁর ইচ্ছে ছিল আইএস হওয়ার। তবে তিনি হয়ে গেলেন অভিনেতা। কিছুদিন নিজের বাবার সঙ্গে থিয়েটারে কাজ করেন তারপর ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন। সেখান থেকেই শুরু তাঁর অভিনেতা হওয়ার সফর। এক সাক্ষাৎকারে তিনি জানান তিনি নিজের পেট চালানোর জন্যে এক সময় চা বিক্রি করার থেকে ফাস্টফুডের দোকানও চালিয়েছেন। Annu Kapoor বলেন, “প্রতিকূলতা আমার জীবনে নতুন কিছু নয়, ছোটবেলা থেকে জীবনের সমস্যা ছিল সর্বক্ষণের সাথী।”
Big Boss-এর সঞ্চালনা থেকে সরলেন কমল হাসান!
শ্যাম বেনেগলের ছবিতে সুযোগ

মুম্বইয়ে আসার এক বছরের মধ্যে অন্নু কাপুর (Annu Kapoor) সুযোগ পান শ্যাম বেনেগলের ‘মান্ডি’ ছবিতে কাজ করার। যেখানে নিজের বয়সের থেকে অনেকটা বড় চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। ‘মান্ডি’ পর তাঁকে দেখা গিয়েছিল ‘মশাল’, ‘চামেলি কি শাদি’, ‘তেজাব’ ছবিতে। কিন্তু সব কটি চরিত্রই ছিল পার্শ্ব চরিত্র।

ছোটপর্দা বদলে দিল জীবন

অন্নু কাপুর জীবনে অনেকটা সংর্ঘষ করার পর এই জায়াগা এসে পৌঁছেছেন। দীর্ঘ ফিল্মি কেরিয়ারের পর তাঁর শর্ট টু ফেম হল ১৯৯৩ সালে দূরদর্শনে শুরু হওয়া ‘অন্তক্ষরী’ শোটি। এই শোটি করার পর তাঁর জনপ্রিয়তা এমন জায়াগায় পৌঁছায় একটি বেসরকারী চ্যানেল তাঁক সঞ্চালক করে নতুন একটি অন্তক্ষরীর উপর শো করেন যা অন্নু কাপুরকে ঘরে ঘরে পরিচিত দেয়।তবে অনেকেই হয়তো জানেন না তাঁর আসল নাম ছিল অনিল কাপুর। আর পর্দার নাম হল অন্নু কাপুর। ১০০ টির বেশি ছবিতে কাজ করেছেন তিনি।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল