অ্যাপশহর

দেশবাসীকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বলিউড তারকাদের

দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন একাধিক বলিউড তারকা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত কিংবা তাপসী পান্নু, কে কী লিখলেন?

EiSamay.Com 26 Jan 2022, 10:01 am
Republic Day 2022: ভারতের প্রজাতন্ত্র দিবসের ৭২ বছর পূর্ণ হল। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে কার্যকর হয় দেশের সংবিধান--- Of The People, For The People, By The People । এই ঐতিহাসিক দিনে সকাল সকাল সারা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন একাধিক বলিউড সেলেব্রিটি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত, তাপসী পান্নু প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শুভেচ্ছাবার্তা। কে কী লিখলেন? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।
EiSamay.Com amitabh bachchan kangana ranaut taapsee pannu bollywood celebrities send republic day wishes
দেশবাসীকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বলিউড তারকাদের। ছবি: Instagram@amitabhbachchankanganaranaut


অমিতাভ বচ্চনের বার্তা সংক্ষিপ্ত। তিনি লেখেন, ‘’গণতন্ত্র দিবসে অনেক অনেক শুভ কামনা। ‘’ একই সঙ্গে তিনি নিজের চারটি পোস্টারও শেয়ার করেন।



তাপসী পান্নুও দেশবাসীকে এই দিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘’ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। হ্যাপি রিপাবলিক ডে টু দ্য পিপল অফ ইন্ডিয়া।‘’



অভিষেক বচ্চন উস্তাদ আমজাদ আলি খানের সরোদের একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে তাঁকে বৈষ্ণব জন তো গানটি সরোদে বাজাতে দেখা যাচ্ছে। এটি পোস্ট করে তিনি লেখেন, ‘’হ্যাপি রিপাবলিক ডে। জয় হিন্দ।’’



অর্জুন রামপাল প্যারেডের ছবি পোস্ট করে লেখেন, ‘’হ্যাপি ৭৩ রিপাবলিক ডে। জয় হিন্দ।’’


কঙ্গনা রানাওয়াত নেতাজীর একটি ভিডিয়ো পোস্ট করেন। INA-র সৈন্যদের সঙ্গে সুভাষচন্দ্রের এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে চলছে জন গণ মন অধিনায়ক। তবে আজ আমরা যাকে ন্যাশনাল অ্যানথেম বলে জানি, এই গান তার থেকে একটু অন্য। কঙ্গনা ভিডিয়োটি পোস্ট করে লেখেন ‘’আমাদের প্রথম জাতীয় সঙ্গীত।‘’

View this post on Instagram A post shared by Kangana Ranaut (@kanganaranaut)


প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কলাকুম্ভ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ২৬ জানুয়ারি প্যারেড শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয়, সেই দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। কোভিড টিকার দু'টি ডোজ নেওয়া না থাকলে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বছর ২৬ জানুয়ারি দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাস্থ্যকর্মী, রিক্সা চালক, অটোচালকদের। এদিকে সেজে উঠেছে রেড রোডও। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড এবং সংলগ্ন এলাকাকে। থাকছে কড়া পুলিশি নজরদারি। নিরাপত্তা আরও আটসাট করতে CCTV ক্যামেরার নজরদারি থাকছে। রেড রোডের চারপাশে থাকছে ৫টি স্যান্ড ব্যাঙ্কার। ৬টি ওয়াচ টাওয়ার থেকে চালানো হবে নজরদারি। মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিমও। এদিন শুধু রেড রোড নয়, গোটা শহরজুড়েই চলবে কড়া পুলিশি নজরদারি। শহরের একাধিক রাস্তায় পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা। এবার রেড রোডের প্যারেডে মূল আকর্ষণ নেতাজির ট্যাবলো। ২৩ জানুয়ারি নেতাজির ট্যাবলোর বিষয়টি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাবলো বিতর্কের পর রেড রোডের কুচকাওয়াজে নেতাজির ট্যাবলো রাখার ঘোষণা করা হয়।

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল