অ্যাপশহর

ভারতীয় নাগরিক নন, অক্ষয়ের জাতীয় পুরস্কার নিয়েও এবার উঠছে প্রশ্ন!

বেশ কিছুদিন ধরেই পাসপোর্ট ইস্য়ুতে নাস্তানাবুদ তিনি। কানাডার অধিবাসী কিনা সেই নিয়ে প্রচুর জলঘোলার পর অবশেষে মুখ খুলেছেন অক্ষয় কুমার।

EiSamay.Com 5 May 2019, 4:06 pm
এই সময় বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই পাসপোর্ট ইস্য়ুতে নাস্তানাবুদ তিনি। কানাডার অধিবাসী কিনা সেই নিয়ে প্রচুর জলঘোলার পর অবশেষে মুখ খুলেছেন অক্ষয় কুমার। জানিয়েছিলেন, কানাডার পাসপোর্ট আছে ঠিকই, কিন্তু প্রায় সাত বছর হল তিনি সেই দেশে যাননি। এখন এদেশেই থাকেন। কাজ করেন এবং ট্যাক্স দেন। এবার প্রশ্ন উঠলো তাঁর যোগ্যতা নিয়ে। ২০১৬ তে রুস্তমে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অক্ষয়। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন অক্ষয়ের যদি এদেশের বাসিন্দাই না হন তাহলে কীভাবে তাঁকে জাতীয় পুরস্কার দেওয়া হলো?
EiSamay.Com অক্ষয় কুমার
অক্ষয় কুমার


এই প্রশ্ন প্রথম তোলেন, আলিগড়ের চিত্রনাট্যকার অপূর্বা আসরানি। তাঁর কথায়, ২০১৬ তে রুস্তমের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। সকলে ভেবেছিলেন আলিগড়ের জন্য মনোজ বাজপেয়ী পাবেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। অপূর্বার কথায়, তখন বোধহয় জুরি বোর্ড জানতেন না। কিন্তু এবার তো তাঁরা জানলেন। সুতরাং এক্ষেত্রে পুর্ননির্বাচন হওয়া উচিৎ নয় কি?

পরের খবর

Entertainmentসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল