অ্যাপশহর

'ফুলের ছবি দিলেও স্বমেহনের প্রসঙ্গ টানা হয়', স্বরার পোস্টে হতাশার সুর

সোশ্যাল মিডিয়ার নোংরা ট্রোলিংয়ের শিকার স্বরা... রাজনৈতিক হোক বা সামাজিক ইস্যু, নিজের দৃঢ় মতামত প্রকাশের জন্য জনপ্রিয় অভিনেত্রী কেন বললেন এমন কথা দেখে নিন...

EiSamay.Com 23 Aug 2021, 9:04 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রোলিংয়ে জেরবার অভিনেত্রী স্বরা ভাস্কর। এতদিন পাত্তা না দিলেও শেষপর্যন্ত Trolling-এ বীতশ্রদ্ধ স্বরার ক্ষোভ ঝরে পড়ল তাঁর ইনস্টা পোস্টে। তালিবান হোক বা কৃষক প্রতিবাদ, যেকোনও ইস্যুতেই সোশ্যাল মিডিয়ায় সরব স্বরা ভাস্কর। অভিনেত্রীর সুদৃঢ় মতামতের কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাদা রকম জনপ্রিয়তাও রয়েছে। নেটিজেনদের একাংশ তাঁকে সমর্থন করলেও তাঁর সুচিন্তিত, সুদৃঢ় মতামতের কারণে লাগাতার ট্রোলার্সদের নিশানায় স্বরা। তাঁর সাম্প্রতিকতম সিনেমা 'Veere De Wedding'-এর একটি বোল্ড সিনকে টেনে এনে লাগাতার তাঁকে নিশানা করার অভিযোগ তুলেছেন অভিনেত্রী।
EiSamay.Com swara3.


স্বরা টুইটে তাঁকে লাগাতার ট্রোলিং করার বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে নিজে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, ' রাস্তা বা রেস্তোরাঁর মতো সোশ্যাল মিডিয়াও পাবলিক স্পেস তবে ভার্চুয়াল। পাবলিক্যালি আমরা যেভাবে সভ্য ব্যবহার করি অনলাইনে অনেকের কাছে সেসবের বালাই নেই।'Veere De Wedding' রিলিজ হওয়ার পর থেকে আমি ফুলের ফটোও শেয়ার করলেও, লোকে স্বমেহনের দৃশ্য বা 'উঙ্গলি'-কে তাতেও টেনে আনে।'

View this post on Instagram A post shared by Swara Bhasker (@reallyswara)


হতাশ ও ক্ষুব্ধ অভিনেত্রী আরও লিখেছেন,'বিষয়টা রীতিমতো জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সাইবার সেক্সুয়াল হেনস্তার ধারা আনা যায় এতে। আমি অনলাইন বুলিংয়ে না দমে নিজের অনলাইন অ্যাক্টিভিটি চালিয়ে নিয়ে যাওয়াতেই বিশ্বাসী। কিন্তু ভার্চুয়াল স্পেসকে ঘেন্না আর বুলিংয়ে ভরিয়ে রাখতে চাই না।' এই পোস্টের ক্যাপশনে স্বরা লিখেছেন, 'নিজের সত্যিটা বলতে ভয় পেও না, নিজের জায়গায় দৃঢ় থাকো।'

প্রসঙ্গত, চলতি বছরের পয়লা জুন তিন বছর পূর্ণ করল স্বরা, করিনা, সোনম অভিনীত 'Veere De Wedding'।

পরের খবর